নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
দীর্ঘদিন ধরে ভাইরাসের আক্রমণে পৃথিবী যতই রোগাতুর হোক, বাঙালির দুর্গাপুজো আর সৃজনশীলতার স্রোত বয়ে চলেছে আপন গতিতেই। বাংলার অভিনেতা থেকে শুরু করে সঙ্গীত শিল্পী সকলেই কাজ করে চলেছেন এই প্রতিকূল পরিস্থিতির মধ্যেও।
এই অবস্থায় শ্যাম সরকার ও কসমিক হারমোনির যৌথ উদ্যোগে মনোময় ভট্টাচার্য, জয়তী চক্রবর্তী, শুভঙ্কর ভাস্কর, সুরজিৎ চ্যাটার্জি, গৌরব সরকার, সিসপিয়া ব্যানার্জি, পায়েল কর সহ বিভিন্ন শিল্পীরা তৈরি করেছেন একটি পুজোর গান- ‘এসো দুর্গা’।
আরও পড়ুনঃ পুজোর গানে দুই বাংলার মিলন
রাজীব চক্রবর্তীর কথায় এবং সন্দীপন গাঙ্গুলির সুরে এই গানটিতে কবিতা আবৃত্তি শোনা যাবে ইন্দ্রাণী হালদার, সুদীপ মুখোপাধ্যায় এবং রাজীব চক্রবর্তীর কণ্ঠে।
আরও পড়ুনঃ বাঙালি শিল্পীর সুরে হিট হিন্দি সিনেমার গান ‘ফুঁকফুঁক’
বিশিষ্ট গায়ক ও সঙ্গীতায়োজক আবীর সেনের অনবদ্য সঙ্গীতায়োজনে তৈরি এই গানটি মুক্তি পাবে ১৪ অক্টোবর কলকাতার গ্যালারি গোল্ড প্রেক্ষাগৃহে, বিভিন্ন বিশিষ্টজনের উপস্থিতিতে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584