পুজোর গানঃ রূপঙ্করের কণ্ঠে ‘সময় থমকে দাঁড়ায়’

0
89

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

পুজো মানেই পুজোর গান- এই ধারণাকে মনের ভিতরে লালন করে চলেছে বাঙালি। পুজো আসার আগেই ঘরে আসত পুজোর ক্যাসেট। এই চিত্র খুব কম বাঙালিই আছে যারা দেখেনি।

Music album | newsfront.co

তবে, হ্যাঁ কিছুদিন আগে এই ট্রেন্ডে পড়েছিল ভাঁটা। শ্রোতার দরবারে আসছিল না পুজোর গান, পুজোর ক্যাসেট। ফের সেই ট্রেন্ডকে স্বাগত জানাচ্ছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম।

Rupankar Bagchi | newsfront.co

আর তাই একের পর এক নতুন গান আসছে ওটিটি-তে। তবে, শুধুই শোনা নয়, দৃশ্যসুখও দিচ্ছে গানগুলি। কেননা গানের সঙ্গে আসছে ভিডিও।

আরও পড়ুনঃ ইন্দ্রদীপের সুরে ‘নীরবতা দাও গান’

পুজোয় এবার রূপঙ্করের কণ্ঠে শুনুন ‘সময় থমকে দাঁড়ায়’ শব্দ সম্বলিত একটি সিঙ্গল। গান লিখেছেন সৈকত চ্যাটার্জি। সুর দিয়েছেন শিলাদিত্য-রাজ। মিনিস্ট্রি অফ মিউজিকের প্রযোজনায় তারই ইউটিউব প্ল্যাটফর্মে আসছে এই গান।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here