ওয়েবডেস্কঃ
পুলওয়ামা এনকাউন্টারে নিহত হল শীর্ষ জইশ জঙ্গি। সঙ্গে শহীদ হলেন চার সেনা।
Union Home Minister Rajnath Singh on the ongoing encounter in #Pulwama, J&K: The morale of the security forces is high. They are being successful in neutralising the terrorists. pic.twitter.com/21DHSFB7CS
— ANI (@ANI) February 18, 2019
গত বৃহস্পতিবার পুলওয়ামা জঙ্গি হামলার পর থেকে সেনা জওয়ান দের কাছে খবর ছিল যে জঙ্গিরা পুলওয়ামার কাছাকাছি কোন গোপন আস্তানায় আত্মগোপন করে রয়েছে । তারপর থেকে জোরকদমে তদন্তের কাজ অব্যাহত ছিল । পুলওয়ামা থেকে প্রায় ৮ কিমি অদূরে পিংলানে জঙ্গিদের আত্মগোপনের সংবাদ পেয়ে রাত্রি ১২ টা ৩০ মিনিট নাগাদ তল্লাশি অভিযান শুরু করে ৫৫ রাষ্ট্রীয় রাইফেলসের সেনা ।
রাত্রি ১২.৩০ থেকে ২.৩০ পর্যন্ত লাগাতার সংঘর্ষ চলে ভারতীয় সেনা জওয়ানদের সাথে জঙ্গিদের । তখন থেকেই বিক্ষিপ্তভাবে ভারতীয় সেনা বনাম জঙ্গিদের গুলি যুদ্ধ চলছে। দ্যা হিন্দু সূত্রে জানা গেছে যে ভারতীয় সেনা বড় সাফল্য পেয়েছে। ইতিমধ্যে সংঘর্ষে নিহত হয়েছে শীর্ষ জইশ জঙ্গি সহ তার এক সঙ্গী।যদিও নিহতদের দেহ এখনো শনাক্ত করা যায়নি তবে বিভিন্ন সূত্রের অনুমান নিহত দুই জঙ্গির মধ্যে একজন হলেন পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড কামরান ।
#Pulwama encounter update: 02 #terrorists killed. Arms & ammo recovered. Identities & affiliations being ascertained. Encounter is in #progress. #Citizens are requested not to venture towards encounter site as it is a #prohibited zone. @JmuKmrPolice
— Kashmir Zone Police (@KashmirPolice) February 18, 2019
তবে সেনা-জঙ্গি সংঘর্ষে নিহত হয়েছেন ভারতীয় সেনাদের মেজর ডি এস দোন্ডিয়াল, সহ আরও তিনজন সেনা জওয়ান । ওঁরা হলেন হেড কনস্টেবল সেভ রাম, অজয় কুমার ও হরি সিং।
আরও পড়ুনঃদেশব্যাপী ক্ষোভের মাঝেই কাশ্মীরে আবার বিস্ফোরণ, শহীদ আর্মি মেজর
সূত্রের খবর, সেনা-জঙ্গি গুলি যুদ্ধের জেরে নিহত হয়েছেন দু’জন স্থানীয় বাসিন্দাও ।
(ফিচার ছবি-প্রতীকি, সৌজন্যে-Oneindia Hindi)
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584