মনিরুল হক, কোচবিহারঃ
ভালোবাসার দিনে রক্তাক্ত হয়েছিল ভারতের সীমান্ত। ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে হলেও প্রতিটি ভারতবাসীর কাছে এক রক্তাক্ত দিন হিসেবে চিহ্নিত হয়ে রয়েছে এই তারিখটি।
গত বছর পুলওয়ামায় জঙ্গি হামলায় ৪৪ জন সিআরপিএফ জওয়ান প্রাণ হারায়। শুক্রবার সেই ভয়াবহতার বর্ষপূর্তিতে গোটা দেশের সাথে সেই শহীদ জওয়ানদের প্রতি শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপন করা হল কোচবিহারেও।
আরও পড়ুনঃ এনআরসি প্রতিবাদে ডিওয়াইএফআইয়ের মিছিল বর্ধমানে
এদিন শহীদ সেনাদের স্মরণ করে শ্রদ্ধা জানাতে কোচবিহারে আচার্য ব্রজেন্দ্রনাথ শীল কলেজের ছাত্র-ছাত্রী ও এনসিসি টিম একটি শোক মিছিল করে কোচবিহার শহরে। এছাড়াও কোচবিহারের ব্যাঙচাতরা রেল গেট এলাকায় শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় স্থানীয়রা।
অন্যদিকে পরিবেশ ও জল সম্পদ রক্ষা কমিটি তুফানগঞ্জ মহকুমার পক্ষ থেকে পুলওয়ামায় শহীদ বীর সৈনিকদের শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয় বৃক্ষরোপণ ও মৌন মিছিল এর মাধ্যমে। ওই মিছিল কালিবাড়ি চৌপথি থেকে তুফানগঞ্জ শহর হয়ে রায়ডাক ভবনের সামনে শেষ হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584