মনিরুল হক, কোচবিহারঃ

সাত মাসের বকেয়া বেতন সহ ৬ দফা দাবি নিয়ে আন্দোলনে নামল কোচবিহার জেলা পরিষদ অধীনস্থ পাম্প কর্মচারীরা। মঙ্গলবার জেলা পরিষদের সামনে অবস্থান বিক্ষোভে বসেন সিটু পরিচালিত পিএইচই পাম্প অপারেটর শ্রমিক কর্মচারী ইউনিয়ন। এদিন ওই আন্দোলনের নেতৃত্ব দেন সিপিআইএম নেতা তারিণী কান্ত রায়, সিটু নেতা সাধন দেব সহ অন্যান্য নেতৃত্ব।

আরও পড়ুনঃ কোচবিহার জেলা শাসকের দফতরের সামনে বিক্ষোভ নারী সুরক্ষা সংঘের
সংগঠনের পক্ষ থেকে জানা গেছে, পাম্প কর্মীদের বকেয়া বেতন পরিশোধ করা, জেলা পরিষদ অধীনস্থ পাম্প কর্মীদের পিএইচই দফতরে হস্তান্তর করা সহ মোট ছয় দফা দাবিতে সরব হয়েছেন সংগঠনের সদস্যরা। তাদের দীর্ঘ সাত মাসের বেতন পরিশোধের দাবিতে জেলা পরিষদের ভিতরে অবস্থান বিক্ষোভে বসলে তাদের উঠিয়ে দেওয়া হয়। তখন বাধ্য হয়ে তারা গেটের সামনে অবস্থান বিক্ষোভে বসেন।
এদিন এবিষয়ে সংগঠনের তরফে সাধন দেব বলেন, “দীর্ঘ সাত মাস আমাদের পাম্প কর্মীরা বেতন পাননি। সামনে পুজাে রয়েছে পরিবার পরিজনদের নিয়ে প্রায় অনাহারে রয়েছি সকলে। যে দোকান থেকে বাকি নিয়ে এসে খাওয়া হত বকেয়া টাকা পরিশোধ না করলে তারা আর মাল দিচ্ছে না। তাই বাধ্য হয়ে আমরা আজ জেলা পরিষদের সামনে বিক্ষোভ দেখাচ্ছি।” আগামী সাত দিনের মধ্যে বেতন পরিশোধ করতে না পারলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন তারা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584