নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
করোনা ভাইরাসের প্রকোপে অস্থির গোটা বিশ্ব। ভারতেও জঁকিয়ে বসেছে এই মারণ ভাইরাস। দ্রত ছড়াচ্ছে কোভিড-১৯ সংক্রমণ। এতদিন ভারতে সবচেয়ে বেশি করোনা সংক্রণ ধরা পড়েছিল মহারাষ্ট্রের মুম্বইয়ে। এবার সংক্রমণের হটস্পট শিরোপা হারাল মুম্বই।
সম্প্রতি দেশের বাণিজ্য রাজধানীতে কমেছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। এখন আর মুম্বই নয়, অ্যাক্টিভ করোনা রোগীর সংখ্যায় বর্তমানে এগিয়ে রয়েছে মহারাষ্ট্রের অন্য দুই জেলা। মুম্বইয়ের বদলে এখন করোনা সংক্রমণের ‘হটস্পট’ পুনে ও থানে। সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী মুম্বইতে সেই সংখ্যা এখন ২২ হাজার ৭৭৩, পুনেতে ২৩ হাজার ৭৩৮ এবং থানেতে ৩৪,০০৬ জন।
আরও পড়ুনঃ কম খরচে করোনা পরীক্ষায় নয়া কিট আনল আইআইটি দিল্লি
তবে ধীরে ধীরে আক্রান্তের সংখ্যা এক লক্ষ ছুঁতে চলেছে মুম্বই। মঙ্গলবার পর্যন্ত পাওয়া হিসেব বলছে, শহরে মোট আক্রান্তের হয়েছেন ৯৫ হাজার ১০০ জন। তার মধ্যে ৬৬ হাজার ৬৩৩ জন সুস্থ হয়ে উঠেছেন আর সংক্রমণে মৃত্যু হয়েছে ৫ হাজার ৪০৫ জনের।
আরও পড়ুনঃ ইন্টারনেট, মোবাইল পরিষেবা সংস্থাকে কল ডেটা সংরক্ষণের নির্দেশ সুপ্রিম কোর্টের
করোনা সংক্রমণের হার দ্রুত বেড়ে চলায় মুম্বই সংলগ্ন বোরিভালি, কান্ডিভালি, মুলুন্দের মতো ৯টি পুর এলাকায় নতুন করে লকডাউন আরোপ করা হয়েছে। এখনও পর্যন্ত মহারাষ্ট্রে কোভিড-১৯ রোগীর সংখ্যা ২ লক্ষ ৬৭ হাজার ৬৬৫, যার মধ্যে ১ লক্ষ ৪৯ হাজার ৭ জন করোনা রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। অ্যাক্টিভ রোগীর সংখ্যা আপাতত ১.০৭,৬৬৫।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584