সঞ্চারী সাহা, ওয়েব ডেস্কঃ
ফৌজদারি মামলার প্রয়োজনে দেশের সমস্ত সেলুলার ও ইন্টারনেট পরিষেবা প্রদানকারী সংস্থাকে কল ডেটা রেকর্ড-সহ সমস্ত নথি নিরাপদ ও শৃঙ্খলাবদ্ধ ভাবে সংরক্ষণের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। এবিষয়ে আদালত জানিয়েছে যে, এই ব্যবস্থা থাকলে মামলায় সাক্ষ্য পেশ করা ও সাক্ষীদের পাল্টা জেরা করার ক্ষেত্রে বাড়তি সুবিধা পাওয়া যাবে৷
মঙ্গলবার বিচারপতি রোহিন্টন নরিম্যানের নেতৃত্বাধীন বেঞ্চ জানিয়েছে, টেলিকমিউনিকেশন দফতরের লাইসেন্স সংক্রান্ত শর্তাবলীতেও ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার ও মোবাইল ফোন পরিষেবাদায়ক সংস্থাগুলিকে বৈদ্যুতিন কল রেকর্ড ও ইন্টারনেট ব্যবহারকারীদের লগ বছরের নির্দিষ্ট সময় পর্যন্ত সংরক্ষণের নিয়ম আছে।
এই ব্যবস্থায় পুলিশ বা উৎসাহী ব্যক্তি যদি এক বছরের মধ্যে এই সমস্ত নথি সংগ্রহে ব্যর্থ হন অথবা নথি পেলেও তার বৈধতার শংসাপত্র না পান, সে ক্ষেত্রে পরবর্তী তারিখযুক্ত শংসাপত্র নথির বৈধতা প্রমাণ করতে সক্ষম হবে৷ এই কারণে নতুন আইন প্রণয়ন হওয়া পর্যন্ত মোবাইল পরিষেবা সংস্থা গুলিকে সাধারণ নির্দেশ দেওয়া জরুরী ৷
আরও পড়ুনঃ রাষ্ট্রসংঘের মঞ্চে ভাষণ দেবেন নমো
মহারাষ্ট্রের একটি মামলার শুনানিতে এই রায় দিয়েছে শীর্ষ আদালত ৷ ২০১৪ সালে মহারাষ্ট্রের জালনা কেন্দ্র থেকে শিবসেনা অর্জুন পন্ডিতরাও খোটকরের জয়লাভকে চ্যালেঞ্জ জানিয়ে মামলাটি দায়ের করেছিল কংগ্রেস প্রার্থী কৈলাশ কিষাণরাও গোরান্তিয়াল৷ খোটকরের বিরুদ্ধে নির্দিষ্ট সময়সীমা অতিক্রম করে নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার অভিযোগ আনেন গোরান্তিয়াল ৷
আরও পড়ুনঃ ভারতে বাড়বে জনসংখ্যা, কমবে কার্যক্ষমতা, দাবি সমীক্ষা রিপোর্টে
২০১৬ সালে নির্বাচন কমিশনের কাছে ওই কেন্দ্রের নির্বাচনের ভিডিও ক্লিপিং আনার নির্দেশ দেওয়া হয় আদালতে। বলা হয়, নথির সঙ্গে তার বৈধতার শংসাপত্রও দাখিল করা প্রয়োজন। কিন্তু সেই শংসাপত্র না থাকায় তা আদালতে পেশ করতে পারেনি কমিশন৷
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584