দেশ বিরোধী মন্তব্যের শাস্তি স্বরূপ প্রকাশ্য রাস্তায় কান ধরে উঠবস

0
1515

মনিরুল হক,কোচবিহারঃ

punishment for the traitors comments
অভিযুক্ত কলেজ পড়ুয়া। নিজস্ব চিত্র

সোশ্যাল মিডিয়ায় দেশ বিরোধী মন্তব্যের অভিযোগে এক কলেজ ছাত্রকে অর্ধনগ্ন অবস্থায় রাজপথে ঘোরালো একদল যুবক।রবিবার কোচবিহার শহর লাগোয়া দক্ষিন খাগড়াবাড়ি এলাকায় ওই ঘটনা ঘটেছে।শুধু রাস্তায় ঘোরানো নয়,ওই কলেজ পড়ুয়াকে কান ধরে উঠবস করানোর পাশাপাশি ভারত মাতা কি জয় ও পাকিস্থান মুর্দাবাদ স্লোগান দেওয়া হয়।
জানা গিয়েছে,দেশ বিরোধী মন্তব্যের অভিযোগে অভিযুক্ত ওই যুবকের নাম অনিক দাস।সে কোচবিহারের একটি কলেজের ছাত্র।ওই ছাত্রের বিরুদ্ধে অভিযোগ,সে হোয়াটস আপ গ্রুপ্রে ভয়েজ ম্যাসেজ করে দেশ কে ভালো না বাসার কথা জানায়।ওই ম্যাসেজ বিভিন্ন গ্ৰুপ্রে ঘুরতে শুরু করলে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে একদল যুবক দক্ষিন খাগড়াবাড়ি এলাকায় জমায়েত হয়। এরপর বাড়িতে ঢুকে ওই কলেজ পড়ুয়াকে বের করে নিয়ে এসে দেশ বিরোধী মন্তব্য করার জন্য রাস্তায় বেড় করে অর্ধনগ্ন অবস্থায় ঘোরায়।কান ধরে উঠবস করানো হয়।

punishment for the traitors comments 2
কান ধরে উঠবস করানো হচ্ছে। নিজস্ব চিত্র

ওই ঘটনা নিয়ে সেখানে উপস্থিত এক যুবক বলেন, “ওই ছাত্র যা করেছে তা ক্ষমার অযোগ্য। এই দেশে থাকবে, এই দেশের খাবে।আবার এই দেশের বিরুদ্ধে বলবে! এটা হতে পারে না।তাই আমরা যা করার করেছি,তা খুব সাধারণ শাস্তি। অন্য কোথাও হলে আরও বেশী রকমের শাস্তি পেতে হতো ওকে।” এদিকে এমন ঘটনায় প্রশাসনিক মহলে উদ্বেগ তৈরি হয়েছে।

আরও পড়ুনঃ শহীদ জওয়ানদের স্মরণে কুমারগঞ্জ তৃণমূল কংগ্রেসের মৌন মিছিল

প্রশাসনের অনেকেই মনে করেছেন, এভাবে আইন নিজের হাতে তুলে নেওয়ার চেষ্টা করছে কেউ কেউ।এতে বড় ধরণের বিপত্তি ঘটতে পারে। তাই প্রশাসনের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করা থেকে যেমন সাবধান থাকতে বলা হয়েছে, তেমনি আইন নিজের হাতে না তুলে নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here