পিয়া গুপ্তা, উত্তর দিনাজপুরঃ
বিগত পঞ্চায়েত নির্বাচনের ভোটে কর্তব্যরত প্রিসাইডিং অফিসার শিক্ষক রাজকুমার রায়ের রহস্যজনক মৃত্যুর কারনে আতঙ্কিত শিক্ষক মহলে।তাই এবারে ভোটের কর্তব্য পালনের প্রশিক্ষণে গরহাজির অধিকাংশ শিক্ষক ভোট কর্মী।সেই গরহাজির শিক্ষক ভোট কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে উদ্যোগী জেলা প্রশাসন।উল্লেখ্য ভোটের কাজে যোগ দেওয়ার আগে প্রশিক্ষণের ডাক এসেছিল কয়েকশো শিক্ষকের।
কিন্তু উত্তর দিনাজপুরে ডাক পাওয়া শিক্ষকদের অধিকাংশই সেখানে গরহাজির।কোন পরিস্থিতিতে, কেন সংশ্লিষ্ট শিক্ষক ভোট কর্মীরা প্রশিক্ষণে অংশগ্রহণ করছেন না তা বিচার করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে।প্রশিক্ষণে অনুপস্থিত শিক্ষকদের এপ্রিল মাসের বেতন বন্ধ করে বিভাগীয় তদন্ত করার সুপারিশ করা হয়েছে।
গরহাজিরায় অন্য সরকারি কর্মচারী ভোটকর্মীদের বিরুদ্ধে শো-কজ নোটিশ ইস্যু করা হলেও শিক্ষক ভোটকর্মীদের বিরুদ্ধে নজিরবিহীন এই ব্যবস্থায় শোরগোল পড়ে গেছে।
আরও পড়ুন: কেন্দ্রীয় বাহিনী ছাড়া ভোট করাতে নারাজ ভোটকর্মীরা
জেলাশাসক তথা জেলা নির্বাচনী আধিকারিক ২ এপ্রিল এই বিজ্ঞপ্তি জারি করেছেন।তাতে বলা হয়েছে, ২৩ এবং ২৪ মার্চ শিক্ষকদের নির্বাচনী কাজের প্রশিক্ষণ ছিল।প্রত্যেককেই সেখানে হাজির থাকার কথা।কিন্তু দেখা গিয়েছে,বহু শিক্ষকই গরহাজির ছিলেন।না আসার জন্য তাঁদের শো-কজ নোটিশ জারি করা হয়েছিল।ফের এক দফা প্রশিক্ষণ নেওয়ার জন্য ২৭ মার্চ সুযোগ দেওয়া হয়েছিল।
কিন্তু সেখানেও তাঁরা আসেননি।রাজ্য সরকারের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রত্যেক সরকারি কর্মীর (যাঁদের ভোটের দায়িত্ব রয়েছে)এমন প্রশিক্ষণে উপস্থিত থাকা বাধ্যতামূলক। সেই নির্দেশকে উপেক্ষা করেছেন এই শিক্ষকরা।তাই তাঁদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য জেলা পরিদর্শককে নির্দেশ দেওয়া হচ্ছে।
কোন পরিস্থিতিতে,কেন আসেননি,তা বিচার করেই সংশ্লিষ্ট শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।তিন রকমের ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে।তার থেকেও তাৎপর্যপূর্ণ বিষয় হল, জেলা পরিদর্শক দ্রুত কোনও ব্যবস্থা না নিলে তাঁর বিরুদ্ধেই ব্যবস্থা নিতে বাধ্য হবে জেলা প্রশাসন বলে জানানো হয়েছে।
কিন্তু কেন শিক্ষকরা প্রশিক্ষণে এলেন না?জেলা সূত্রে খবর, গত পঞ্চায়েত নির্বাচনে শিক্ষক রাজকুমার রায়ের রহস্যজনক মৃত্যু নানা প্রশ্ন সামনে এনে দিয়েছিল। নিরাপত্তার প্রশ্ন তুলে এই শিক্ষক ভোটকর্মীরা বিক্ষোভও দেখিয়েছেন ওই জেলায়।নিরাপত্তার অনিশ্চয়তা থেকেই তাঁরা একত্রিত হয়ে গরহাজির ছিলেন বলে মনে করা হচ্ছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584