নীতি আয়োগের পরিসংখ্যান সম্পর্কে হাস্যাস্পদ মন্তব্য পাঞ্জাবের স্বাস্থ্যমন্ত্রীর

0
47

নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ

punjab ministers raises questions on niti aayog report | newsfront.co
বলবীর সিধু। চিত্র সৌজন্যঃ এএনআই, টুইটার

পাঞ্জাবের স্বাস্থ্যমন্ত্রীর চাঞ্চল্যকর একটি মন্তব্য নিয়ে রাজনৈতিক মহলে সাড়া পড়ে গিয়েছে। নীতি আয়োগের রিপোর্টে সাস্টেনেবল ডেভলপমেন্ট গোল ইনডেক্স-এ(দীর্ঘকালীন বিকাশ লক্ষ্য সূচনাঙ্ক) পাঞ্জাব দুই পয়েন্ট পিছিয়ে থাকায়, রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বলবীর সিধু বলেন, পাঞ্জাবে কেউ অনাহারে ঘুমায় না, আর কেউ যদি না খেয়েও ঘুমায় তাহলে বুঝতে হবে সে ডায়েট করছে।

এদিকে ডেভলপমেন্ট গোল ইনডেক্স-এর দুই পয়েন্ট পিছিয়ে যাওয়াকে ভুল তথ্য হিসেবেই দেখছেন অন্য আর এক মন্ত্রী এসএস ধর্মসোট। এ প্রসঙ্গে তিনি বলেন, পাঞ্জাবে কেউ না খেয়ে ঘুমায় না। যারা যারা কর্মজীবী, তারা কেউ না খেয়ে মারা যেতে পারেন না, কারণ কাজ করলে পয়সা পেতে বাধ্য।

আরও পড়ুনঃ সিএএ বিরোধী মিছিলে জনসমুদ্র শিলিগুড়িতে, দ্বিতীয় স্বাধীনতার লড়াইয়ের ডাক মমতার 

তাছাড়া তিনি জানান, সরকার থেকে বিনামূল্যে ডাল আর আটা দেওয়া হয়। রুটি বানাতে পারে না, এমন ব্যক্তি মেলা ভার। তাই এই পরিসংখ্যানকে সম্পূর্ণরূপে অগ্রাহ্য করেন তিনি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here