তাপস চৌধুরী,ইচ্ছাপুর:ইচ্ছাপুর মানিকতলা প্রগতিশীল নাগরিক মঞ্চের উদ্যোগে থ্যালাসেমিয়া মারণ রোগকে প্রতিরোধ করার জন্য জনসচেতনতার বৃদ্ধি ও প্রসার ঘটাতে এক আলোচনা সভা ও পথনাটীকার আয়োজন করেছিলেন। শ্যামবাজার থ্যালাসেমিয়া প্রিভেনশন ফেডারেশনের সদস্য সদস্যারা পুতুল নাচের মধ্য দিয়ে এই রোগের উপর সচেতনতা মূলক বক্তব্য পরিবেশন করেন।সংস্থার সম্পাদক সঞ্জিব আচার্য্য বলেন, সপ্তাহব্যাপী থ্যালাসেমিয়া সচেতনতা কর্মসূচীর আয়োজন করা হয়েছে।ইতিমধ্যে যারা এই রোগে আক্রান্ত তাদের চিকিৎসা প্রদান করাই এই সংগঠনের প্রধান লক্ষ্য।
জন্মের এক বছর পর থেকে বিবাহের আগে পর্যন্ত যে কোন সময় মাত্র একবার থ্যালাসেমিয়া করা এবং থ্যালাসেমিয়া বাহকের সাথে বাহকের বিবাহ না দিলে থ্যালাসেমিয়া মুক্ত সমাজ গঠন হবে ও সচেতনতা জন মানুষের কাছে পৌঁছে দেওয়া আমাদের লক্ষ্য।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাগরিক মঞ্চের সভাপতি অপূর্ব বাগচী,সম্পাদক বিজয় মুখার্জী,সমাজকর্মী শুভেন্দু চক্রবর্তী, তপন ঘোষ,বিশ্বনাথ রায় চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠান ঘিরে পথ চলতি মানুষের উপস্থিতি চোখে পড়ার মত।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584