শ্যামল রায়,বর্ধমানঃ
রাজ্যে বিদ্যুৎ ক্ষতির পরিমানে দ্বিতীয় স্থানে পূর্ব বর্ধমান জেলা।ক্ষতির পরিমাণ ২৭৩কোটি টাকা।
পূর্ব বর্ধমান জেলায় বিদ্যুৎ দফতরের আধিকারিকদের নিয়ে একটি বৈঠক সেরে ফেলেছেন জেলার জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব।
এই ব্যাপক পরিমাণ বিদ্যুতের ক্ষতি মেটাতে নানাবিধ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে জেলা তরফ থেকে। যদিও প্রশ্ন উঠেছে এত টাকার ঘাটতি আদৌ কি পূর্ব বর্ধমান জেলার বিদ্যুৎ দফতরের আধিকারিকরা পূরণ করতে পারবেন?
এই প্রশ্নও উঠেছে জেলার সর্বত্র বিদ্যুৎ দফতরের আধিকারিকদের কাছে।
তাই জেলার আধিকারিকরা জানিয়েছেন যে প্রথম কাজ হবে হুকিং বন্ধ করার লক্ষ্যে প্রচার অভিযান চালানো।
এছাড়াও হেভি কেবল লাইন বসানোর কাজ শুরু হয়েছে। আরো জানা গিয়েছে যে সারা রাজ্যে বিদ্যুতের ঘাটতি মেটাতে ক্ষতির পরিমাণ ১১% সেক্ষেত্রে পূর্ব বর্ধমান জেলাতে ৫৩ শতাংশ।
তবে জানা গিয়েছে যে জেলায় এখনও বহু জায়গায় ব্যাপকহারে হুকিংএর মাধ্যমে অনেকের বাড়িতে বিদ্যুৎ ব্যবস্থা রয়েছে। এইগুলো খতিয়ে দেখে দ্রুত বিদ্যুৎ দপ্তর ব্যবস্থা নেবে বলে জানা গিয়েছে।
চলবে গ্রাম পঞ্চায়েত এবং ব্লক লেভেলে প্রচার অভিযান।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584