শ্যামল রায়,বর্ধমানঃ
শুক্রবার পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী ১ নম্বর ব্লকে সরকারি বিভিন্ন প্রকল্প নিয়ে একটি গুরুত্বপূর্ণ মনিটরিং মিটিং অনুষ্ঠিত হয় সমষ্টি উন্নয়ন আধিকারিকের দপ্তরে। সভাই উপস্থিত ছিলেন সমষ্টি উন্নয়ন আধিকারিক পুষ্পেন চট্টোপাধ্যায়, যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক দুর্গা প্রসাদ ঘোষ সমিতির বিদায়ী সভাপতি দিলীপ কুমার মল্লিক ও ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধি ও অফিসের সংশ্লিষ্ট দফতরের আধিকারিকরা।
সমষ্টি উন্নয়ন আধিকারিক পুষ্পেন চট্টোপাধ্যায় সভাপতি দিলীপ কুমার মল্লিক জানিয়েছেন যে কন্যাশ্রী প্রকল্পে এই ব্লক জেলায় প্রথম স্থান দখল করেছে।
অন্যদিকে রূপশ্রী প্রকল্পে পূর্বস্থলী ১নম্বর ব্লকের আটটি গ্রাম পঞ্চায়েতে আবেদনপত্র জমা পড়েছিল ১৪৯টি। এর মধ্যে আবেদন পত্র গৃহীত হয়েছে ১৪৯টি। সরকারিভাবে অনুমোদন লাভ করেছে ১১৭টি। এর মধ্যে বিভিন্ন উপভোক্তার সংখ্যা এবং টাকা পেয়েছেন ৮০ জন। উপভোক্তাদের মধ্যে বন্টন করা হয়েছে২০ লক্ষ্য টাকা।
সমিতির সভাপতি দিলীপ মল্লিক জানিয়েছেন যে ইতিমধ্যে পূর্বস্থলী ১ নম্বর ব্লক সরকারি বিভিন্ন প্রকল্পে প্রথম সারিতে রয়েছে। সরকারি একাধিক প্রকল্পে পূর্ব বর্ধমান জেলার মধ্যে প্রথম হয়েছে এই ব্লকটি।
এছাড়াও একশো দিনের প্রকল্প সহ মহিলাদের স্বনির্ভরশীল গোষ্ঠীর সদস্য ব্যাপক উন্নয়ন ঘটানো হয়েছে জেলার ক্ষেত্রে দৃষ্টান্ত তৈরি করেছে পূর্বস্থলী এক নম্বর ব্লকটি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584