নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
বন্যার পর আলিপুরদুয়ার জেলার বিভিন্ন প্রান্তে পরিশুদ্ধ পানীয় জলের অভাব তৈরি হয়েছে।আর সেই পরিশুদ্ধ পানীয় জলের অভাব মেটাতে জলের পাউচ প্যাকেট বিতরন শুরু করেছে জেলা প্রশাসন। সাত হাজার জলের পাউচ বন্টন করা হয়েছে।
বিষয়টি নিয়ে আলিপুরদুয়ারের জেলা শাসক সুরেন্দ্র কুমার মীনা বলেন,“আমরা পরিস্থিতি মোকাবিলা করার সব রকম প্রয়াস শুরু করেছি। ইতিমধ্যেই গোটা জেলায় সাত হাজার জলের পাউচ বিলি করা হয়েছে।প্রয়োজনে আরও পাউচ বিলি করা হবে।জয়ন্তী ও বক্সাতে পরিস্থিতি স্বাভাবিক করার উদ্যোগ গ্রহন করা হয়েছে।”
আরও পড়ুনঃ ইছামতী সংস্কারের দাবিতে দত্তপুলিয়ায় পথ অবরোধ
উল্লেখ্য,ভুটান পাহাড়ে লাগাতার বর্ষনের জেরে বুধবার ও বৃহস্পতিবার আলিপুরদুয়ার জেলার বিভিন্ন প্রান্তে বন্যা পরিস্থিতি তৈরি হয়।তাতেই জেলার বিভিন্ন প্রান্তে পানীয় জলের সংকটের সৃষ্টি হয়।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584