করোনা আবহে এবারও পুরীতে ভক্তহীন রথযাত্রা

0
25

মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ

আজ, সোমবার দেশজুড়ে পালিত হচ্ছে পবিত্র রথযাত্রা। গতবছরের মতো এবছরও করোনা পরিস্থিতির জেরে ভক্তশূণ্য পুরী। প্রশাসনের তরফে জারি করা হয়েছে বেশ কিছু বিধিনিষেধ। এবার পুরীর রথযাত্রায় অংশ নিচ্ছেন ৩ হাজার সেবায়েত ও ১ হাজার কর্মী। রথযাত্রায় অংশ নেওয়ার জন্য প্রত্যেকের আরটি-পিসিআর টেস্টের নেগেটিভ রিপোর্ট ও ভ্যাকসিনেশন সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক।

Puri Rath yatra
পুরীর রথযাত্রা। ফাইল চিত্র

এদিন মন্দির থেকে গুন্ডিচায় মাসির বাড়ি পর্যন্ত যে পথ দিয়ে রথ যাবে সেই রাস্তা ও তার সংলগ্ন এলাকার সব রাস্তায় রবিবার রাত আটটা থেকে মঙ্গলবার রাত আটটা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে। বাইরে থেকে কোনও পর্যটক বা ভক্ত পুরীতে প্রবেশ করতে যাতে না পারে তার জন‌্য ইতিমধ্যেই ওড়িশা সরকারের নির্দেশে পুরীতে প্রবেশের সমস্ত রাস্তা সিল করে দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ আগামী ২৬ জুলাই শহরজুড়ে বন্ধ থাকবে ট্যাক্সি ও অ্যাপ ক্যাব পরিষেবা, দাবি ভাড়াবৃদ্ধির

পুরী জগন্নাথ মন্দিরের প্রশাসক অজয় জেনা বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশানুসারে এবং ওড়িশা সরকারের জারি করা নিষেধাজ্ঞা অনুযায়ী, গত বছরের মতো এবছরও ভক্তহীন থাকছে পুরীর রথযাত্রা। এবছর কোনও ভক্ত রথযাত্রায় অংশগ্রহণ করতে পারবেন না। তিনি আরও জানান, যে সকল সেবায়েতের ভ্যাকসিনের দুটো ডোজই নেওয়া হয়ে গেছে এবং যাঁদের আরটি-পিসিআর টেস্ট নেগেটিভ আসবে, তাঁরাই একমাত্র রথের রশি টানতে পারবেন।

আরও পড়ুনঃ উত্তরপ্রদেশে দুই সন্তান নীতি প্রকাশ করলেন যোগী আদিত্যনাথ, ক্ষোভ বিরোধী দলের

পুরীর কালেক্টর সামর্থ ভার্মা জানান, রথযাত্রার সময় পুরীর কোনও হোটেল, লজে কোনও পর্যটক যাতে না থাকে তার জন‌্য সব হোটেল কর্তৃপক্ষকে আগে থেকেই নির্দেশ দেওয়া আছে। বিভিন্ন সংস্থার গেস্ট হাউসগুলিকেও একই নির্দেশ দেওয়া হয়েছে। তিনি এও জানিয়েছেন, জরুরি প্রয়োজন হলে সাধারণ মানুষ কোনও সমস্যার সম্মুখীন হবেন না। পুলিশ কর্মীদের সহযোগিতার করার নির্দেশ দেওয়া হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here