নিউজফ্রন্ট, ওয়েব ডেস্কঃ
অনিশ্চয়তার মধ্যে ছিল পুরীর রথযাত্রা। রথযাত্রার ওপর নিষেধাজ্ঞাও জারি করা হয়েছিল। অবশেষে সোমবার শুধুমাত্র পুরীর রথযাত্রার অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্ট। তবে অবশ্যই এই শর্তসাপেক্ষে পালন করতে হবে রথযাত্রা। এমনটাই জানিয়েছিল সুপ্রিম কোর্ট। সেই মতো মঙ্গলবার সকালে এই নির্দেশ মেনে ২৫০০ বছরের ইতিহাসে এই প্রথম ভক্ত ছাড়াই পথে নামল জগন্নাথদেবের রথ।
জনসমাগম রুখতে সোমবার রাত থেকেই কারফিউ জারি করা হয়েছে পুরী শহরে। মঙ্গলবার সকাল হতেই দেখা যায় রথের দড়ি টানতে আদালতের নির্দেশ মেনে ৫০০ জনের কম মানুষ জড়ো হয়েছেন মন্দির চত্বরে। যার মধ্যে কোনও সাধারণ মানুষ নেই।
#WATCH Odisha: Priests and 'sevayats' taking the idol of Lord Balabhadra to chariot for the #RathYatra from Jagannath Temple in Puri. pic.twitter.com/ohoWKlTwmm
— ANI (@ANI) June 23, 2020
এদিকে সোমবার বিকেল থেকে ১১৪৩ জনের করোনার পরীক্ষা হয় পুরীর মন্দিরে। মঙ্গলবার ভোরে রিপোর্ট এলে দেখা যায় একজনের শরীরে করোনার জীবাণু রয়েছে। তৎক্ষণাৎ তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অনুষ্ঠান শুরুর আগে মন্দির চত্বর স্যানিটাইজও করা হয়েছিল।
আরও পড়ুনঃ সর্বদলীয় বৈঠকের আমন্ত্রণ জানিয়ে দিলীপকে ফোন মুখ্যমন্ত্রীর
রথযাত্রার নানা ভিডিওতে দেখা গয়েছে বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেওয়া পুরোহিতরা বলভদ্রের প্রতিমাকে একটি রথে তুলছেন- এই বিশেষ উৎসবের জন্য সজ্জিত পুরীর জগন্নাথ মন্দিরের বাইরে প্রচুর ভিড়ও লক্ষ্য করা যায়। সংবাদ সংস্থা এএনআইয়ের টুইট করা একটি ভিডিওতে দেখা গিয়েছে যে কিছু সেবায়েত ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র বাজাচ্ছেন এবং তালে তালে নেচে অন্যরা প্রতিমাকে রথে নিয়ে যাচ্ছেন। অন্য একটি ভিডিওতে দেখা গিয়েছে, বিশাল জনতা প্রতিমাকে রথে তোলার পরে ওই রথকে ঘিরে রেখেছে।
আরও পড়ুনঃ আজ ঘরে বসেই কলকাতা ইসকনের রথযাত্রা দেখবেন ভক্তরা
সুপ্রিম কোর্টের নির্দেশিকায় বলা হয়েছে, “দুটি রথের মধ্যে এক ঘণ্টার ব্যবধান রাখতে হবে। রথ টানতে নিযুক্ত যারা প্রত্যেককে রথযাত্রার আগে, চলাকালীন ও পরে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে”। মঙ্গলবার সকালে টুইট করে দেশবাসীকে রথযাত্রার শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী টুইট করেন, ‘প্রভু জগন্নাথদেবের রথযাত্রা উপলক্ষে আপনাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। আমি কামনা করি ভক্তিতে ভরা এই যাত্রা সুখ, সমৃদ্ধি, শুভ কামনা এবং দেশবাসীর জীবনে খুশি ও সৌভাগ্য বহন করে আনবে। জয় জগন্নাথ!’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584