নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
আলিপুরদুয়ার শহর লাগোয়া দমনপুর মৌজাতে সরকারী পলিটেকনিক কলেজের কাজ শুরু হয়েছে। মোট ১৭ কোটি টাকা খরচ করে এই পলিটেকনিক কলেজটি তৈরী হচ্ছে। বুধবার ওই কলেজের কাজকর্ম খতিয়ে দেখতে রাজ্যের কারগরী শিক্ষামন্ত্রী পুর্ণেন্দু বসু পরিদর্শন করেন।
ইতিমধ্যে নতুন ভবনের কাজ প্রায় শেষের পথে। মন্ত্রী পুর্নেন্দু বসু পলিটেকনিক কলেজের প্রতিটি ফ্লোর ঘুরে দেখেন।নক্সা অনুযায়ী কতটা কাজ হয়েছে তা খতিয়ে দেখেন।
পরে তিনি সাংবাদিক দের জানান, আগামী জুন মাসের মধ্যে কাজ শেষ হচ্ছে।আগামী বছর শিক্ষাবর্ষ থেকেই ক্লাস শুরু হচ্ছে।কি কি ট্রেড এখানে থাকছে তা তিনি খোলসা করে বলতে পারেন নি।
আরও পড়ুনঃ জেলা ছাত্র যুব উৎসব শুরু মালদায়
তিনি জানান,এই জেলায় আইটিআই, উৎকর্ষ বাংলাতে দারুন কাজ হচ্ছে। সফলতা ও মিলেছে। এখান থেকে যারা ভালোভাবে বের হবে সেই সব ছাত্রছাত্রীদের কর্মসংস্থানের অসুবিধে হবে না। কাজ সহজেই মিলবে।
আলিপুরদুয়ার জেলা ঘোষনার পর এক এক করে নানা প্রতিষ্ঠান গড়ে ওঠায় খুশি আলিপুরদুয়ারবাসী।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584