‘সবার উপর মানুষ সত্য তাহার উপরে নাই’- প্রমান করল বিহারের হবু আইএএস

0
63

শুভব্রত সরকার, ওয়েব ডেস্কঃ

সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই… এই চিরন্তন সত্যকে আর একবার চিরন্তন সত্য বলে প্রমান করলো বিহারের হবু আইএএস। বিহারের পূর্ণিয়া জেলার বাসিন্দা আশিস কুমার মিশ্রর এবারের ইউপিএসসি পরীক্ষায় র‍্যাঙ্ক ৫২১।

Ashis kumar
আশিসকে দেখে আবেগপ্রবণ পরিচারিকা বীণা দেবী। ছবি: সংগৃহীত

পরীক্ষায় পাশ করার খবরটা জানিয়ে আশীর্বাদ নিতে ছুটে এসেছিল তার সাফল্যের পেছনে থাকা মানুষ গড়ার কারিগরদের কাছে। তার বিদ্যালয়ের শিক্ষকরা অবশ্য তাদের স্কুলের ছাত্র সমগ্র দেশের একজন আমলা হতে চলেছে এই খবরটা আগে থেকেই পেয়ে যাওয়ায় আশিসকে অভ্যর্থনা জানানোর কোনো ত্রুটি রাখেনি।

আরও পড়ুনঃ সাঁতরে ওষুধ পৌঁছে নজির গড়লেন এক মহিলা, আশাদিদিদের কাজে গর্বিত স্বাস্থ্যদফতর

আশিস বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকাদের প্রণাম করে পড়ুয়াদের তার জীবনের সাফল্য ও লড়াইয়ের কাহিনী শোনানোর সময় লক্ষ্য করেন তাকে দূরে দাঁড়িয়ে তাকে দেখছেন স্কুলের পরিচারিকা বীণা দেবী। আশিস ধীরে ধীরে তার কাছে এগিয়ে যান ও পা ছুঁয়ে প্রণাম করে আশীর্বাদ নেন। এই কাণ্ডে বীণা দেবী অপ্রস্তুত হয়ে পড়লেও আবেগপ্রবণ চোখে আশিসকে আশীর্বাদ করেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here