উজ্জ্বল দত্ত, কলকাতাঃ
আসন্ন বিধানসভা নির্বাচনে বাম-কংগ্রেস আসন সমঝোতায় কাঁটা হতে পারে পুরুলিয়া। প্রসঙ্গত, গত লোকসভা নির্বাচনে কংগ্রেস-বামেদের যে কটা আসনে বিতর্কের জেরে জোট ভেস্তে গিয়েছিল তার অন্যতম পুরুলিয়ার আসন। এবারও পুরুলিয়ার বাঘমুন্ডির বিধায়ক তথা প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতি নেপাল মাহাতো বলেন,’পুরুলিয়ায় আমাদের ভোট বেশি, তাই বেশি আসন কংগ্রেসের চাই।
আর আমি বাম-কংগ্রেস সমন্বয় কমিটির চার সদস্যের একজন হয়ে বলছি, আমাকে দলের সভাপতি ওই আসন সমঝোতা সভায় যেতে বলেন নি। তাই আমি যাইনি ওই সভায়।’ প্রসঙ্গত, এর আগে নেপাল মাহাতো টুইট করে বলেছিলেন তিনি জানেন না, এই কমিটির সদস্য তিনি নিজে।
আরও পড়ুনঃ রাজ্যে বিনা পয়সায় করোনার টিকা বিলি নিয়ে মমতাকে খোঁচা বিজেপির
এবিষয়ে কংগ্রেসের রাজ্যসভার সাংসদ প্রদীপ ভট্টাচার্য বলেন,’দিল্লি থেকে কারা এই কমিটির সদস্য হয়েছেন, তা চিঠি লিখে আগেই জানিয়েছিলেন অবসারভার। আর বাম- কংগ্রেসের যৌথ ব্রিগেড হবে। তবে কবে হবে, জানা নেই। রাহুল গান্ধী এখনও দেশের বাইরে।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584