বিক্ষোভের মাঝেই আবার রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

0
64

ওয়েবডেস্কঃ

চতুর্থবারের মতো রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ভ্লাদিমির পুতিন।রয়টার্স সূত্রে জানা যায়, গ্র্যান্ড ক্রেমলিন প্যালেসে আরও ছয় বছর রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের জন্য শপথ নেন তিনি।

গ্র্যান্ড ক্রেমলিন প্যালেসে শপথের জন্য প্রবেশ

শপথ অনুষ্ঠানে পুতিন বলেন যে তাঁর কাঁধে যে বিশাল দায়িত্ব দেওয়া হয়েছে সে বিষয়ে তিনি ওয়াকিবহাল। তিনি জীবনের শেষদিন অবধি রাশিয়ার জন্য কাজ করে যেতে চান।

চলছে শপথ গ্ৰহন

নির্বাচনে প্রায় ৭০ ভাগ ভোটে নির্বাচিত হন পুতিন। অবশ্য তার সবচেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যালেক্সেই নাভালনিকে নির্বাচনে অংশগ্রহণই করতে দেয়া হয়নি।

দেশজুড়ে চলছে বিক্ষোভ

অপরপক্ষে,শপথ গ্রহণ অনুষ্ঠানকে ঘিরে বিক্ষোভ দেখানোর জন্য রাশিয়ার ১৯টি শহরে হাজারের বেশি মানুষকে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে রাশিয়ার বিভিন্ন শহরে পুতিন বিরোধীরা বিক্ষোভ করছে। রাশিয়ার নির্বাচনে প্রভাব খাটিয়ে ক্ষমতায় এসেছেন এমনও অভিযোগ উঠেছে পুতিনের বিরুদ্ধে।

উল্লেখ্য, ২০০০ সালে প্রেসিডেন্ট বরিস ইয়েলেতসিন পদত্যাগ করার পর কার্যনির্বাহী প্রেসিডেন্ট হিসেবে স্থলাভিষিক্ত হন পুতিন। ২০০৪ সালে ৭০ শতাংশের বেশি ভোট পেয়ে পুনঃ নির্বাচিত হন তিনি। ফের ক্ষমতায় আসেন ২০১২ সালে।

(ছবি-সংগৃহিত/টুইটার)

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here