স্কুল চত্ত্বর থেকে উদ্ধার পাইথন

0
64

পিয়ালী দাস, বীরভূমঃ

সাত সকালে স্কুল চত্বর থেকে উদ্ধার হলো একটি পাইথন,চাঞ্চল্য ছড়িয়েছে বীরভূমের কাঁকড়তলার স্কুলে।

কাঁকড়তলা কদমডাঙ্গা জুনিয়ার হাইস্কুলে চলছে স্কুল মেরামতির কাজ, সেই মতো সকাল সকাল মিস্ত্রিরা এসে উপস্থিত হয় স্কুলে, কিছুক্ষণ কাজ করার পর পাশে পড়ে থাকা বাঁশের মধ্যে দেখতে পায় জড়িয়ে রয়েছে একটি সাপ।কাছে যেতেই মিস্ত্রিরা বুঝতে পারে এটা যে কোনো সাপ না এটা পাইথন। এতে আতঙ্কিত হয়ে পড়ে স্কুলে কর্মরত শ্রমিকরা।তড়িঘড়ি খবর দেওয়া হয় স্কুল কর্তৃপক্ষকে,স্কুল কর্তৃপক্ষ ঘটনাস্থলে গেলে খবর দেয় বনদপ্তরে।ততক্ষণ স্থানীয় বাসিন্দারাই আটকে রাখে পাইথনটিকে।বনদপ্তর গিয়ে সাপটিকে উদ্ধার করে নিয়ে আসে। সকালে স্কুলে পাইথন উদ্ধার হয়াই স্কুল আসতে ভয় পাচ্ছিল ছাত্র ছাত্রীরা ,আতঙ্কিত অভিভাবকরাও।

উদ্ধার হওয়া পাইথন। নিজস্ব চিত্র

তবে এটাই প্রথম নয় খয়রাশোল, কাঁকড়তলা এলাকায় পরপর বেশ কয়েকবার পাইথন উদ্ধার হয়েছে। কখনো স্কুলে কখনোবা ফাঁকা জায়গায়।কি করে যে পাইথন গুলি সেখানে আসছে তা খতিয়ে দেখছে বনদপ্তর।আর বারবার এইভাবে পাইথন উদ্ধার হওয়াতে স্বাভাবিকভাবেই আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। তবে এবার স্থানীয় বাসিন্দাদের মানবিকতা এখানে খুব স্পষ্ট ভাবে ফুটে উঠেছে দিন কয়েক আগে এই কাঁকড়তলা এলাকা থেকে উদ্ধার হয়েছিল যে পাইথনটি সেই পাইথনের সাথে সেলফি তুলতে গিয়ে ও আটকে রাখাতে অত্যাচারের শিকার হতে হয়েছিল ওই পাইথনটিকে ,অবশেষে মৃত্যু হয়েছিল সেই পাইথনের। সেখান থেকে শিক্ষা নিয়ে এবার আর কোন সেলফি নয় ,সম্পূর্ণ সুস্থ অবস্থায় সাপটিকে তুলে দেওয়া হয়েছে বনদপ্তর এর কাছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here