Kolkata Metro: লুপ্ত হতে চলেছে টোকেন, মেট্রো স্টেশনের স্বয়ংক্রিয় গেটে বসছে কিউআর কোড স্ক্যানার

0
62

মোহনা বিশ্বাস, কলকাতাঃ

লম্বা লাইনে দাঁড়িয়ে টোকেন নেওয়ার ঝক্কি আর বেশিদিন পোহাতে হবে না মেট্রোযাত্রীদের। করোনাকালে কাউন্টারে ভিড় কমাতে এ বার মেট্রো স্টেশনের স্বয়ংক্রিয় গেটে কিউআর কোড স্ক্যানার বসানোর কাজ শুরু হল। যাতে যাত্রীদের আর কাউন্টারে আসতে না হয়। ইতিমধ্যেই পার্ক স্ট্রিট এবং ময়দান স্টেশনে এই কাজ শেষ হয়েছে। বাকি সব স্টেশনগুলির স্বয়ংক্রিয় গেটেই ওই যন্ত্র বসানো হবে। ইস্ট–ওয়েস্ট মেট্রোর সব স্টেশনেও বসবে ওই যন্ত্র। মেট্রো সূত্রের খবর, আগামী কয়েক মাসের মধ্যে এই প্রযুক্তি কার্যকর করা হবে।

Kolkata metro
সৌজন্যেঃ এএনআই

মেট্রো সূত্রে খবর, প্রতিটি মেট্রো স্টেশনের জন্য আলাদা আলাদা কিউআর কোড নির্দিষ্ট করা হচ্ছে। যে মোবাইল থেকে টিকিট কাটা হয়েছে, একমাত্র সেই মোবাইল থেকেই ওই কোড কাজ করবে।

যে স্টেশন থেকে যাত্রী ট্রেনে উঠতে চান এবং যে স্টেশন পর্যন্ত যেতে চান, তাঁকে প্রথমে মোবাইলে মেট্রোর অ্যাপ থেকে ওই দুই স্টেশন বাছাই করতে হবে এবং পরে দূরত্ব অনুযায়ী নির্দিষ্ট ভাড়া মেটাতে হবে। অনলাইনেই মেটাতে হবে ভাড়া। তাহলেই সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট যাত্রীর মোবাইলে চলে আসবে নির্দিষ্ট কিউআর কোড। ওই কোড অন্য কাউকে পাঠানো যাবে না। এই কোড নির্দিষ্ট স্টেশনেই কার্যকর হবে।

আরও পড়ুনঃ মাধ্যমিকে ১০০ শতাংশ পাস, একাদশ শ্রেণিতে ভর্তির আসন সংখ্যা বৃদ্ধি শিক্ষা সংসদের

এরপরে নির্দিষ্ট স্টেশনে গিয়ে প্ল্যাটফর্মের প্রবেশপথে থাকা স্বয়ংক্রিয় গেটে নির্দিষ্ট স্ক্যানারের সামনে মোবাইল অ্যাপে পাওয়া ওই কিউআর কোড ধরলে স্ক্যানার যন্ত্র তা পড়ে নেবে। এরপর আপনা থেকেই গেট খুলে যাবে। আবার, গন্তব্য স্টেশনে পৌঁছে যাত্রী ফের স্বয়ংক্রিয় গেটে নির্দিষ্ট জায়গায় কোড স্ক্যান করলেই খুলে যাবে গেট।

আরও পড়ুনঃ ৫০ শতাংশ দর্শক নিয়ে সিনেমা হল-মাল্টিপ্লেক্স খোলার অনুমোদন দিল নবান্ন

মেট্রো সূত্রে জানা গিয়েছে, দেশের অন্যান্য শহরের মতোই কলকাতা মেট্রোকেও আধুনিকভাবে নতুনরূপে সাজিয়ে তোলার চেষ্টা হচ্ছে। মেট্রো পরিষেবায় নতুন এই প্রযুক্তি ব্যবহারের যাবতীয় প্রস্তুতি প্রায় সম্পূর্ণ। এ প্রসঙ্গে মেট্রোরেলের এক আধিকারিক বলেন, ‘মেট্রোয় যাতায়াতের জন্য যাত্রীদের কাউন্টারে আসার প্রয়োজন পড়বে না। মোবাইলে মেট্রোর অ্যাপের মাধ্যমেই টিকিট কাটা যাবে। ফলে কাউন্টারে লম্বা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করার প্রয়োজন হবে না।’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here