সজিবুল ইসলাম, মুর্শিদাবাদঃ
কোয়েল পাখি দ্রুত বাচ্চা দেয়, ডিমও খুব সুস্বাদু। বাজারে এই পাখির মাংসের চাহিদাও রয়েছে প্রচুর পরিমাণে। ব্যাস সোস্যাল মিডিয়াতে এইটুকু শুনেই কোয়েল পাখি পালনের সিদ্ধান্ত নিয়ে ফেলেন সাইনুল। কে জানতো সেদিনের সেই হটকারীতাই লক্ষী লাভের কারণ হয়ে দাঁড়াবে। ভারত বাংলাদেশ সীমান্ত মুর্শিদাবাদের সেখপাড়া এলাকার বাসিন্দা সাইনুল শেখ।

সবুজ গাছপালা, সুন্দর সুন্দর ফুলের চারা নিয়ে তৈরি, সাইনুলের ‘এনামুল স্মৃতি নার্সারির’ সাফল্যের আরো একটি পালক জুড়ে দিয়েছে কোয়েল পাখি চাষে। প্রথমে পরীক্ষা মূলক ভাবে ২০০ টি পাখি নিয়ে লালন পালন শুরু করেন, খুব অল্প দিনের মধ্যেই প্রতিদিন প্রায় ১৫০-১৮০ টি করে ডিম পাড়া শুরু করে। ডিম ফুটে বাচ্চা হওয়ার পর যা এখন প্রায় ১২০০-রও অধিক।


বাজারে চাহিদা থাকায় ইতিমধ্যেই ডিম এবং বাচ্চা দুটোই বিক্রি করতে শুরু করেছেন। এদিন ইসমেতারা বিবি বলেন, কেউ স্বনির্ভর হতে কোয়েল চাষের প্রশিক্ষণ নিতে চাইলে বিনামূল্যেই সেই প্রশিক্ষণ দেওয়া হবে।
আরও পড়ুনঃ করোনা বিধিনিষেধ শিথিল হতেই ছন্দে ফিরছে পোশাকের ব্যবসায়ীরা
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584