দ্রুত নিয়োগের দাবিতে কোচবিহারে জোরদার আন্দোলনে হবু শিক্ষকরা

0
39

মনিরুল হক, কোচবিহারঃ

করোনা আবহে আন্দোলনে নামল হবু শিক্ষকরা। দীর্ঘ আইনি জটিলতায় থমকে রয়েছে উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া। কলকাতা হাইকোর্টে শিক্ষক নিয়োগ মামলার ভবিষ্যত ঝুলে রয়েছে। দীর্ঘ ৭ বছর ধরে ক্লান্ত হবু শিক্ষকেরা বিভিন্ন সময় অনুরোধ করেও কোন সুফল পাননি। হতাশায় দিন কাটছে হবু শিক্ষকদের। এই অবস্থায় পশ্চিমবঙ্গ উচ্চ প্রাথমিক চাকরি প্রার্থী মঞ্চ রাজ্য জুড়ে বিভিন্ন আধিকারিকদের দ্রুত নিয়োগের দাবিতে স্মারকলিপি দিল।

Teaching | newsfront.co
নিজস্ব চিত্র

ইতিমধ্যে রাজ্য জুড়ে বিভিন্ন বিধায়ক, সাংসদ ও জনপ্রতিনিধিদের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। এবার কোচবিহার জেলায় আগামী ১০ জুলাই আপার প্রাইমারি চাকরি পার্থী মঞ্চ থেকে এক অভিনব উদ্যোগ নেওয়া হবে। ওই দিন কোচবিহার জেলার ডিস্ট্রিক্ট ইন্সেপেটর অফ স্কুল এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে উচ্চ প্রাথমিকে নিয়োগের দাবিতে স্মারকলিপি দেওয়া হবে। ওই দিন মঞ্চের তরফে কোচবিহার জেলার সভাপতি শিবাজী সিংহ রায় সকল হবু শিক্ষকদের আসার জন্যে অনুরোধ জানিয়েছেন।

আরও পড়ুনঃ রাজ্য সরকারি কর্মীদের নিয়মমাফিক বেতন বৃদ্ধির ঘোষণা নবান্নের

উল্লেখ্য, দীর্ঘ সাত বছর ধরে উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হয়নি। প্রথম ফর্ম ফিলাপ হয় ফ্রেব্রুয়ারি ২০১৪। টেট পরীক্ষা নেওয়া হয় ১০১৫ সালে। এরপর ট্রেট রেজাল্ট বের হয় ২০১৬ সালে ১৪ সেপ্টেম্বর। ইন্টারভিউ শুরু হয় ২০১৯ সালের জুলাই মাসে।

আদালতের নির্দেশে প্রভিশোনাল মেরিট লিস্ট বের হয় ২০১৯ সালের ৪ অক্টোবর। আদালতের নির্দেশে ২০১৯ সালের ২১ দিন, ৫ থেকে ২৫ অক্টেবর অভিযোগ জমা নেয় এসএসসি। এরপর দীর্ঘ সাত মাস কেটে গেলেও নিয়োগ অধরা। ফলে দিশেহারা অবস্থা হবু শিক্ষকদের।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here