গাছের মাচাতেই কোয়ারেন্টাইন শয্যা চেন্নাই ফেরত যুবকদের

0
59

ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্টঃ

করোনা আতঙ্ক আতঙ্কিত গোটা বিশ্ব। বাংলা সহ সমগ্র ভারতেও গ্রাস করেছে এই মহামারীর আতঙ্ক। এরই মাঝে গ্রামের সাত যুবক ফিরেছেন চেন্নাই থেকে। সতর্ক গ্রামবাসীরা প্রশাসনের সহায়তায় ওই সাত যুবককে প্রথমেই পাঠায় হাসপাতালে। চিকিৎসকরা হোম কোয়ারেন্টাইনে থাকতে বলেন ওই সাত জনকে। কিন্তু, মাটির বাড়িতে থাকার ঘর নেই। তাই কি আর করার, গাছেই মাচা করে হল কোয়ারেন্টাইন।

tree boy |newsfront.co
চিত্র সৌজন্যঃ এএনআই

গত কয়েকদিন ধরে সেই মাচাতেই বাস চেন্নাই ফেরত যুবকদের। পুরুলিয়ার বলরামপুরের ভাঙিডি গ্রামে গেলেই এমন অবাক দৃশ্য চোখে পড়বে।

tree |newsfront.co
চিত্র সৌজন্যঃ এএনআই

আরও পড়ুনঃ রাজ্যের প্রথম তিন আক্রান্ত করোনা মুক্ত

বাঁস ও কাঠ দিয়ে মাটি থেকে প্রায় আট ফুট উচ্চতায় আম গাছে তৈরি করা হয়েছে মাচা। প্লাসটিক ও মশারি দিয়ে মাচা মুড়ে ফেলা হয়েছে। মোবাইল সচল রাখতে সেই মাচাতেই রয়েছে বৈদ্যুতিক প্লাগ পয়েন্ট। আপাতত বহাল তবিয়তেই কোয়ান্টাইন দশা কাটাচ্ছেন চেন্নাই ফেরত পুরুলিয়ার সাত যুবক। সাথে রয়েছে বাড়তি সতর্কতাও, মুখে সবসময় মাস্ক পড়ে রয়েছেন তাঁরা। জামাকাপড় নিজেরাই ধুচ্ছেন। এককথায় করোনা মোকাবিলায় শহুরে সচেতন বাসিন্দাদের অনেকেই যা করতে ব্যর্থ, তাই করলেন পুরুলিয়ার প্রত্যন্ত গ্রামের এই সাত যুবক।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here