করোনা মোকাবিলায় উত্তর দিনাজপুর জেলায় কোয়ারান্টাইন কেন্দ্র

0
50

পিয়া গুপ্তা, উত্তর দিনাজপুরঃ

করোনা সন্দেহে কোনো রোগী নজরে না আসলেও রাজ্য স্বাস্থ্য দপ্তরের নির্দেশে উত্তর দিনাজপুর জেলায় ত্রিশ শয্যার চারটি কোয়ারান্টাইন কেন্দ্র খোলার ব্যবস্থা করেছে চারটি ব্লকে জেলা স্বাস্থ্য দপ্তর পক্ষ থেকে৷

quarentine centre | newsfront.co
জোর কদমে চলছে কোয়ারান্টাইন কেন্দ্র তৈরির প্রস্তুতি। নিজস্ব চিত্র

স্বাস্থ্য দপ্তর সুত্রে জানা গেছে, এই কেন্দ্রগুলি পরিস্কার পরিচ্ছন্ন করে বেড বিছিয়ে তৈরী করা হচ্ছে জোর কদমে। এই কেন্দ্রগুলির বেশীর ভাগটাই ঘন জনবসতি পূর্ণ এলাকার বাইরে পাশাপাশি সব কেন্দ্রগুলিতেই পরিষ্কার করে বেড পেতে চিকিৎসক সহ চিকিৎসা সামগ্রী মজুত করলেই কোয়ারান্টাইন সেন্টার হিসাবে ব্যবহার করার উপযুক্ত কেন্দ্র হিসাবে গড়ে তোলা যাবে।

quarentine centre | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ সরকারি দপ্তরে মাস্ক ব্যবহারের নির্দেশিকা রাজ্য স্বাস্থ্য দপ্তরের

এই কেন্দ্রগুলি হলো। কালিয়াগঞ্জ কৃষক বাজার, কালিয়াগঞ্জের বিন্দোল হাই মাদ্রাসা, ডালখোলা স্বাস্থ্য ভবন, ইসলামপুর ট্রাক টার্মিনাস। ইতিমধ্যেই যুদ্ধকালীন তৎপরতায় ওইসব চিহ্নিত করা স্থানে কাজ শুরু হয়ে গিয়েছে৷

এদিন কালিয়াগঞ্জ কৃষক বাজারে গিয়ে নজরে আসলো কাজ চলছে জোর কদমে। স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে, এক দিনের মধ্যেই কোয়ারান্টাইন সেন্টার গুলি তৈরি হয়ে যাবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here