নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ
পূর্ব মোদিনীপুরের নন্দকুমার নাইকুন্ডি আর্য মিশনের মেধাবী ছাত্র কৌশিক কুইলি(১২)।মিশন কর্তৃপক্ষ কৌশিকের বাড়ির লোকজনদের জানায় দুপুরের কৌশিক নিখোঁজ হয়,তারপর অনেক খোঁজাখুঁজির পর কৌশিকের দেহ পুকুরে ভাসতে দেখা যায়।স্নান করতে নেমে ডুবে মৃত্যু বলে দাবি স্কুল কর্তৃপক্ষর।
তমলুক জেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাকে মৃত বলে ঘোষণা করে।
কিন্তু ছাত্রটির বাড়ির লোকজন মিশনের কথায় একমত নয়,বাড়ির লোকজনদের ধারণা তাঁকে মেরে ফেলা হয়েছেকৌশিকের দেহ ময়না তদন্তে পাঠানো হয়।
পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর গড়ভেড়া গ্রামের বাসিন্দা চতুর্থ শ্রেণির ছাত্র কৌশিক।কৌশিক ছোট থেকেই মেধাবী সেজন্যই পরিবার তাকে নন্দকুমার নাইকুন্ডি মিশন থেকে পড়াশোনার জন্য ভর্তি করে। তবে এভাবেই তরতাজা ১২ বছরের শিশুকে হারিয়ে ভেঙে পড়েছে গড়ভেড়া পুরো গ্রাম।
গ্রামবাসীরা সঠিক তদন্ত দাবি জানাচ্ছে।
আরও পড়ুনঃ গুলিতে নিহত যুবক,পলাতক অভিযুক্ত
কৌশিকের বাড়ির লোকজনের অভিযোগ,স্কুল কর্তৃপক্ষ বিষয়টি ধামচাপা দিতে চাইছে।পুলিশের বিরুদ্ধেও অভিযোগ না নেওয়ার অভিযোগ তোলে পরিবার।উঠছে অনেক প্রশ্ন।তদন্তের আশায় সন্তানহারা পরিবার।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584