অতঃকিম! শুভেন্দুর মন্ত্রিত্ব ত্যাগ ঘিরে প্রশ্ন, শিশির দিব্যন্দুর আস্থা তৃণমূলেই

0
150

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

মন্ত্রিত্ব ছাড়লেন, তবে দল ছাড়েননি তৃণমূল বিধায়ক শুভেন্দু অধিকারী, পরবর্তী রাজনৈতিক ঘোষণার অপেক্ষায় রাজ্যের রাজনৈতিক মহল। দীর্ঘদিনের রাজনৈতিক টানাপোড়েন, অরাজনৈতিক কর্মসূচি, দল থেকে দূরে থাকা এসব ছিল, এবার প্রশাসনিক পদ ও মন্ত্রীসভা থেকেও ইস্তফা দিলেন নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী।

Suvendu Adhikari in Junglemahal | newsfront.co
শুভেন্দু অধিকারী। ফাইল চিত্র

এবার কী পদক্ষেপ করবেন? শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ সূত্রে পাওয়া খবর; মন্ত্রীত্ব, সরকারি পদ, সরকারী নিরাপত্তা ছেড়ে আপাতত তিনি অনেক হালকা মনে করছেন নিজেকে। জানা গিয়েছে, পদত্যাগপত্র আগে থেকে লিখে রাখা ছিল। পাঠানোটা ছিল সময়ের অপেক্ষা।

নন্দীগ্রামের সভার মঞ্চ থেকেই শুভেন্দু বলেছিলেন “রাজনীতির ময়দানে দেখা হবে”। অরাজনৈতিক মঞ্চ থেকে কোনও রাজনৈতিক ঘোষণা, এমন কি সরকারি পদে থেকেও কিছু বলবেন না এমনটাই সাফ জানিয়ে ছিলেন তিনি। এবার সমস্ত সরকারী পদ এবং মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিয়ে, নন্দীগ্রামের তৃণমূল বিধায়ক নতুন ঘোষণার দিকে এগোলেন বলেই রাজনৈতিক মহলের ধারণা।

আরও পড়ুনঃ মন্ত্রিত্ব থেকে ইস্তফা শুভেন্দুর, ফেরালেন সরকারি নিরাপত্তা, রইল বিধায়ক পদ

বিজেপির কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরা শুভেন্দুর সঙ্গে তাঁর ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করে মন্ত্রীত্ব থেকে পদত্যাগ করায় সাধুবাদ জানিয়েছেন তাঁকে। রাজ্যের আরেক মন্ত্রী পূর্ণেন্দু বসু নন্দীগ্রামের সভায় শুভেন্দুর বিজেপি যোগ নিয়ে প্রশ্ন তুলেছিলেন।

তাম্রলিপ্ত কংগ্রেস গঠনের কথাও শোনা যাচ্ছিল পূর্ব মেদিনীপুরে। তবে সেসব শুধুই জল্পনা নাকি বাস্তবে তেমন কিছু হতে চলেছে সে বোধহয় একমাত্র তিনিই জানেন। কারণ বিধায়ক পদ বা দলের সদস্যপদ কোনোটাই এখনও ছাড়েননি শুভেন্দু।

আরও পড়ুনঃ শুভেন্দুর বিজেপি যোগের জল্পনা উস্কে দিলেন সৌমিত্র

শুভেন্দুর মন্ত্রিত্ব ত্যাগ নিয়ে অধিকারী পরিবারের তরফে শুভেন্দু অধিকারীর বাবা, তথা তৃণমূলের পূর্ব মেদিনীপুরের জেলা সভাপতি শিশির অধিকারী টেলিফোনে নিউজফ্রন্টের প্রতিনিধিকে জানান, ” আমরা দীর্ঘদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজনীতি করছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর এবং তৃণমূল কংগ্রেসের ওপর সম্পূর্ণ আস্থা রয়েছে।”

অপরদিকে ভাই তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারী জানান, ” এটি সম্পূর্ণ ভাবে ওনার( শুভেন্দুর) ব্যক্তিগত বিষয়। মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে বিধায়ক বানিয়েছেন, সংসদেও পাঠিয়েছেন তাই মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল সরকারের প্রতি আমার পূর্ণ আস্থা রয়েছে।”

আরও পড়ুনঃ এইচআরবিসি-র চেয়ারম্যান পদে ইস্তফা, রাজনৈতিক দল বদলের সম্ভাবনা উস্কে দিলেন শুভেন্দু

পরিবহণমন্ত্রী থাকাকালেই শুভেন্দু অধিকারী একাধিক বার বলেছেন কাজ করতে চাইলে পদের প্রয়োজন হয়না। বৃহস্পতিবার হুগলি রিভার ব্রিজ কমিশনার্সের চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেন শুভেন্দু, শুক্রবার ইস্তফা দিলেন মন্ত্রীত্ব থেকে, একই সঙ্গে ছাড়লেন নিরাপত্তারক্ষীও। তাঁর মন্ত্রীত্বের পদ নিয়েও প্রশ্ন তুলেছিলেন শ্রীরামপুরের সাংসদ কল্যান বন্দ্যোপাধ্যায়।

তিনটে দফতর ছিল শুভেন্দুর হাতে। এছাড়া কয়েকটি কো-অপারেটিভ ব্যংকের দায়িত্ব ও রয়েছে তাঁর হাতে। শুভেন্দু অধিকারী বহুবার বলেছেন যে, তিনি ওই সমবায় সমিতিগুলিতে সদস্যদের দ্বারা নির্বাচিত, সিলেক্টেড নন।

অভিজ্ঞ রাজনৈতিক মহল বলছে, আগে থেকেই তাঁর নানা বক্তব্যের মাধ্যমে দলকে বার্তা দিচ্ছিলেন শুভেন্দু। পদ নিয়ে তিনি লালায়িত নয় সেকথাও একাধিকবার জানান দিয়েছেন শুভেন্দু। কোথাও যে তিনি উড়ে এসে জুড়ে বসেননি, রীতিমত নির্বাচিত প্রার্থী তিনি সেকথাও বারে বারে বলেছেন। এবার তাঁর পরবর্তী রাজনৈতিক ঘোষণার দিকেই এখন চেয়ে ‘দাদার অনুগামীরা’।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here