ফাদার স্ট্যান স্বামীর মৃত্যুতে দেশে-বিদেশে তুমুল সমালোচনার ঝড়, ড্যামেজ কন্ট্রোলে মালব্য

0
70

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

ফাদার স্ট্যান স্বামী-র মৃত্যুতে ক্ষোভে ফেটে পড়েছে গোটা দেশ। অশীতিপর, অসুস্থ এই মানুষটির মৃত্যুকে ‘রাষ্ট্র কর্তৃক হত্যা’ বলেই আখ্যা দিচ্ছেন সকলেই। সমালোচনার ঝড় বইছে আন্তর্জাতিক মহলেও। ৮৪ বছরের এই অশক্ত, অসুস্থ বৃদ্ধ মানুষটি ঠিক কে ছিলেন যে রাষ্ট্রের এত ভয় তাঁকে! তিনি কি উগ্রবাদী, না মাওবাদী, না সমাজকর্মী– অনেকের কাছেই স্পষ্ট নয় তা। খুব সহজ করে বলতে গেলে, আদিবাসীদের অধিকার রক্ষায়, জল-জঙ্গল-জমির অধিকার রক্ষায় নিজেকে নিয়োজিত করেছিলেন তিনি।

Father Stan Swamy
সৌজন্যেঃ ইন্ডিয়ান এক্সপ্রেস

ভীমা কোরেগাঁও মামলায় দেশদ্রোহিতার দায়ে তাঁকে গ্রেপ্তার করে বস্তুত চিকিৎসার অধিকার পর্যন্ত কেড়ে নেওয়া হয়েছিল তাঁর। পার্কিনশন ডিজিজে আক্রান্ত এই বৃদ্ধকে সাধারণ একটি জল খাওয়ার সিপারের জন্য একাধিকবার আবেদন জানাতে হয়েছে জেল কর্তৃপক্ষের কাছে। দীর্ঘদিন ধরে আদালতের কাছে তাঁর চিকিত্‍সা করানোর অনুমতি চেয়ে আসছিলেন। অবশেষে অনুমতি মিলল, কিন্তু হলো না শেষ রক্ষা। তাঁর মৃত্যুর পরেই দেশের সমস্ত বিরোধী শক্তি কেন্দ্রের বিজেপি সরকারের তীব্র সমালোচনা শুরু করেছে। সমালোচনা যে শুধু দেশে হচ্ছে এমন নয়, স্ট্যান স্বামীর মৃত্যুতে তীব্র প্রতিক্রিয়া দিয়েছে রাষ্ট্রসঙ্ঘ এবং ইউরোপিয়ান ইউনিয়ন।

বেশ কয়েক মাস যাবৎ ফাদার স্ট্যান স্বামী অসুস্থ ছিলেন। তিনি পারকিনসন্স ডিজিজে আক্রান্ত ছিলেন এছাড়াও অন্যান্য একাধিক রোগ শরীরে বাসা বেঁধেছিল তাঁর শরীরে। জেলে বহুবার গুরুতর অসুস্থও হয়ে পড়েন তিনি। জানা গিয়েছিল জেলে থাকাকালীন তিনি কোভিড-আক্রান্তও হয়েছিলেন। কিন্তু কোন সময়েই উপযুক্ত চিকিত্‍সা পাননি স্ট্যান। উদাসীনতা ও সময় মতো চিকিৎসা পরিষেবা না দেওয়ার কারণেই স্ট্যানের মৃত্যু হয়েছে বলে অভিযোগ তুলেছেন সকলে। এর প্রতিবাদে আজ রাজ্য জুড়ে প্রতিবাদ কর্মসূচিও পালন করেছেন সিপিআই (এম এল ) সহ অন্যান্য বহু অপ্রাতিষ্ঠানিক বাম সংগঠন।

স্ট্যানের মৃত্যুতে কংগ্রেসের গোয়া শাখাও তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। তাদের দাবি, সমাজকর্মী এবং জেসুইট প্রিস্ট স্ট্যান স্বামীর মৃত্যু একটি ‘কাস্টোডিয়াল কিলিং’। পানাজিতে আজাদ ময়দানে প্রতিবাদ কর্মসূচি পালন করে তারাও। গোয়া কংগ্রেসের প্রধান গিরিশ চোদানকার নিজের টুইটার হ্যান্ডেলে লিখেছেন– বন্দি স্ট্যান স্বামীকে ন্যূনতম প্রয়োজনীয় পরিষেবাটুকুও কারাগারে দেওয়া হয়নি। এই মৃত্যুকে তিনি দমনপন্থী কেন্দ্রীয় সরকারের ‘ব্রুটালিটি’ বলেই স্পষ্ট ভাষায় উল্লেখ করেছেন।

আরও পড়ুনঃ মিনিস্ট্রি অফ কো-অপারেশনঃ নতুন মন্ত্রকের ঘোষণা মোদি সরকারের

স্ট্যানের মৃত্যুতে রাষ্ট্রসংঘ জানিয়ে দিয়েছে, স্ট্যানকে দেশদ্রোহিতার মিথ্যে অভিযোগে আটক করে রাখা হয়েছিল। রাষ্ট্রসংঘের তরফে মিস লাওলোর একটি টুইট করে জানিয়েছেন, মানবাধিকার রক্ষাকর্মী স্ট্যানের এই ন’মাসের বন্দিত্ব ভুয়ো চার্জের উপর ভিত্তি করে করা হল।

ইউরোপীয়ান ইউনিয়নের মানবাধিকার কমিশনের বিশেষ রিপ্রেজেন্টেটিভ ঈমান গিলমোর রাষ্ট্রসঙ্ঘের মিস লাওলোরের টুইটটিই রি-টুইট করে জানান, আদিবাসি জনগোষ্ঠীর হয়ে, তাঁদের অধিকারের পক্ষে কথা বলা ফাদার স্ট্যান স্বামীর মৃত্যুতে তিনি মর্মাহত।

আরও পড়ুনঃ দেবাঞ্জনের বাড়ি থেকে উদ্ধার বিজেপি ও সিবিআইয়ের নথি, ঘটনায় নয়া মোড়

অন্যদিকে কেন্দ্রের প্রতি ওঠা যাবতীয় অভিযোগ ধুয়ে ফেলার দায়িত্ব বর্তেছে অমিত মালব্যর ওপর। কেন্দ্রের বিজেপি সরকারের তরফে মালব্য জানিয়েছেন, স্ট্যানের সঙ্গে পুরোপুরি মানবিক আচরণই করা হয়েছে। চিকিত্‍সা চলাকালীন ৫ জুলাই তাঁর মৃত্যু ঘটেছে। তিনি আরো জানান যে, ফাদারের ইচ্ছানুযায়ীই তাঁকে জেজে হাসপাতালের পরিবর্তে বান্দ্রার হোলি ফ্যামিলি হাসপাতালে ভর্তি করা হয়। আগে বম্বে হাইকোর্টই ফাদারের আবেদন নাকচ করে দিয়েছিল।

মালব্য জানিয়েছেন জুডিশিয়াল কাস্টডিতে ফাদার স্ট্যান স্বামীকে আলাদা সেলে রাখা হয়েছিল। অপরিহার্য ও জরুরি সমস্ত পরিষেবা তাঁকে দেওয়া হয়। ফাদারের জন্য দুজন অ্যাটেন্ড্যান্ট ছিলেন। হুইল চেয়ার, ওয়াকার,, ওয়াকিং স্টিক, এমনকি তাঁর হিয়ারিং এইডের ব্যাটারির দিকে তীক্ষ্ণ নজর রাখা হতো।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here