উচ্চ প্রাথমিকে প্রার্থী তালিকা নিয়ে উঠছে একাধিক অভিযোগ

0
75

মোহনা বিশ্বাস, কলকাতাঃ

আজ বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, উচ্চ প্রাথমিকের ইন্টারভিউয়ের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করলো স্কুল সার্ভিস কমিশন। কমিশনের ওয়েবসাইট www.westbengalssc.com – এ প্রকাশিত হয়েছে নতুন তালিকা। শুধু যাঁরা যোগ্য তাঁদের নাম নয়, যাঁরা ইন্টারভিউ থেকে বাদ গেলেন তাঁদের নামও প্রকাশ করা হয়েছে কমিশনের তরফে।

কমিশনের ওয়েবসাইটে দেওয়া হয়েছে পূর্ণাঙ্গ তালিকা। সেখানে দুটি তালিকায় কারা যোগ্য ও কারা যোগ্য নন তাঁদের নাম দেওয়া হয়েছে। প্রত্যেক প্রার্থীর নামের পাশে বিষয় ভিত্তিক নম্বর ও মোট নম্বরের উল্লেখ রয়েছে। যাঁরা ইন্টারভিউয়ের তালিকা থেকে বাদ পড়লেন, তাঁরা কেন বাদ পড়লেন সেই কারণও দেখানো হয়েছে তালিকায়। কিন্তু এরপরেও তীব্র অসন্তোষ দেখা দিয়েছে চাকরি প্রার্থীদের মধ্যে।

জুনের শেষেই উচ্চ প্রাথমিকের নিয়োগে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেয় হাই কোর্ট। জানিয়ে দেওয়া হয়, তালিকায় একাধিক অনিয়মের অভিযোগ উঠেছে। সেই সব অভিযোগ মেটাতে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে হবে কমিশনকে। সেই তালিকা দেখে যদি আদালত সন্তুষ্ট হয় তবেই স্থগিতাদেশ তুলে নেওয়া হবে। সেই নির্দেশ মতো পূর্ণাঙ্গ তালিকাও প্রকাশ করল কমিশন।

আরও পড়ুনঃ SSKM: যৌন হেনস্থায় অভিযুক্ত ডাক্তারকে শাস্তিমূলক বদলি নয়! উঠছে প্রশ্ন

কিন্তু এবারেও দেখা যাচ্ছে তালিকাভুক্ত প্রার্থীর চেয়ে বেশি নম্বর পেয়েও বাতিল তালিকায় নাম রয়েছে অনেকের। শিক্ষাগত যোগ্যতার নথি আপলোডের প্রমাণ আছে। কিন্তু তারপরেও নথি আপলোড হয়নি বলে বাতিল করা হয়েছে অনেককে। এরকম বহু অভিযোগ নিয়ে আবারও কমিশনের দ্বারস্থ হলেন পরীক্ষার্থীরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here