নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
মুর্শিদাবাদ জেলার ডোমকল বিধানসভার বিধায়ক আনিসুর রহমান তার অর্থ তহবিল থেকে গত তিন বছর আগে ডোমকলবাসীর জন্য একটি অ্যাম্বুলেন্স প্রদান করেন ডোমকল মহকুমা হাসপাতালে।
কিন্তু শুধু অ্যাম্বুলেন্স নাম মাত্র দেওয়া হয়েছে, সেটিকে ব্যবহার না করে ডোমকল বিডিও অফিস চত্বরে ফেলে রাখা হয়েছে গত প্রায় তিন বছর ধরে।
এ বিষয়ে জানতে গেলে ডোমকল বিধানসভার বিধায়ক আনিসুর রহমান জানান যে, “অ্যাম্বুলেন্সের উপর আমার নাম লেখা আছে বলে বর্তমান শাসক তৃণমূলের নেতারা সেটাকে ব্যবহার করতে চাইছেন না।
কারণ সিপিআইএমের উন্নয়ন সাধারণ মানুষের কাছে পৌঁছে যাবে বলে মনে করছেন তারা। আমি আমার একটি প্রতিনিধিদলকে অনেকবার বিডিও সাহেবের কাছে পাঠিয়েছি, তাতে কোন সমস্যার সমাধান হয়নি। সবাই বর্তমান শাসক দলের হয়েই কাজ করছেন।”
স্থানীয় মানুষদের দাবি, এই করোনা আবহাওয়ায় গাড়ির অনেক সমস্যা। তার ওপরে জনপ্রতিনিধির দেওয়া জনসাধারণের জন্য একটি অ্যাম্বুলেন্স তিলে তিলে নষ্টের মুখে চলে যাচ্ছে। সরকারের কাছে একটিই আবেদন, যত তাড়াতাড়ি সম্ভব অ্যাম্বুলেন্সটিকে আবার সাধারণ মানুষের জন্য রাস্তায় নামানো হোক।
আরও পড়ুনঃ অনির্দিষ্টকালের জন্য রণগ্রাম ব্রিজে বন্ধ যান চলাচল
অন্যদিকে কংগ্রেসের ব্লক সভাপতি জানান, “গত ৩ বছর আগে বিধায়ক আনিসুর রহমান নিজ তহবিল থেকে দশের জন্য অ্যাম্বুলেন্স দেন কিন্তু বাস্তবে সেটিকে রাস্তায় চলতে দেয়া হলনা। কারণ, ডোমকলে শাসকদলের ছাড়া অন্য কারুর উন্নয়নের কিছু সাধারণ মানুষের চোখে যাতে না পড়ে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584