হরষিত সিংহ,মালদহঃ
ফের পরীক্ষাকে কেন্দ্র করে খামতি ধরা পড়ল গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে।এবার নির্দিষ্ট সময়ের মধ্যে পুরাতন সিলেবাসের প্রশ্নপত্র গিয়ে পৌঁছালনা পরীক্ষার্থীদের হাতে। ফলে নির্দিষ্ট সময়ে পরীক্ষা শুরু হলেও দীর্ঘক্ষণ বসে থাকতে হল তাদের।সোমবার মালদহ কলেজে এমন ঘটনায় ফের একবার প্রশ্নের মুখে পড়ল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ব্যবস্থা। তবে খবর পেয়েই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সত্ত্বর প্রশ্নপত্র পাঠিয়ে দেন পরীক্ষা কেন্দ্রে।ঘটনায় তদন্তের আশ্বাস দিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
সোমবার ছিল গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা। নির্ধারিত সময় এগারটায় শুরু হয় পরীক্ষা।পরীক্ষা শুরু হতেই মালদা কলেজে ধড়া পড়ে খামতি। নতুন সিলেবাসে পরীক্ষার প্রশ্নপত্র ঠিক ছিল। কিন্তু মালদা কলেজে পুরানো সিলেবাসের প্রশ্নপত্র না পৌঁছানোয় সমস্যায় পড়ে পরীক্ষার্থীরা।ফলে পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে দীর্ঘক্ষন বসে থাকতে হয়। কলেজ কর্তৃপক্ষ জানায়, পুরনো সিলেবাসের প্রশ্ন পত্র এসে পৌঁছয় নি, আমরা গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানিয়েছি।যে সমস্ত ছাত্র-ছাত্রীদের পরীক্ষা প্রশ্নপত্র হাতে পায়নি তাদেরকে বাড়তি সময় দেওয়া হবে। বিষয়টি জানতে পেরে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এমারজেন্সি প্রশ্ন পত্রের সেট তড়িঘড়ি পাঠিয়ে পরীক্ষার ব্যবস্থা করে। বিশ্ববিদ্যালয় সুত্রে জানা গিয়েছে মালদা কলেজে এডুকেশন, বাংলা, ইংরেজী ও ইতিহাস বিষয়ের মোট সাত জন পরীক্ষার্থী পুরোন সিলেবাসে পরীক্ষা দিচ্ছে। এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্টার সাধন কুমার সাহা বলেন, বিষয়টি আমি ফোন মারফৎ জানতে পারি। তবে এখনো লিখিত অভিযোগ পায়নি। কোন ঘাটতি থাকলে বিষয়টি খতিয়ে দেখা হবে। তবে বিশ্ববিদ্যালয় সুত্রে খবর নিদিষ্ট নিয়ম মেনে বিশ্ববিদ্যাল থেকে প্রশ্নপত্র ইংরেজবাজার থানায় পাঠানো হয়েছিল। এমনি মালদা কলেজ কতৃপক্ষকে নিদিষ্ট সময়ে প্রশ্ন পত্র নিতে বলা হয়। তার পরেও এমন ঘটনার প্রশ্নের মুখে কতৃপক্ষ। এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের কন্ট্রোলার শ্যামাপদ মন্ডল বলেন,। বিশ্ববিদ্যালয়ের কোন গাফিলতি ছিলনা। তবে কোথায় ঘাটতি ছিল তার তদন্ত করা হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584