নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
অসমে কংগ্রেসের পাঁচ নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যে উল্লেখযোগ্য হলো, সিএএ কার্যকর না করার বিষয়টি। তারা একাধিকবার বলেছে ক্ষমতায় এলে কার্যকর হবেনা সিএএ। তা নিয়ে বিজেপি সভাপতি জেপি নাড্ডা কটাক্ষ করে বলেন, সিএএ কেন্দ্রের বিষয়।
কংগ্রেস রাজনৈতিকভাবে দেউলিয়া তাই এসব ভুলভাল মন্তব্য করে বিভ্রান্ত করার চেষ্টা করছে অসমের ভোটারদের। পার্লামেন্টে পাস হওয়া আইন কোন রাজ্য কিভাবে অমান্য করতে পারে!এদিকে বাংলার নির্বাচনী ইস্তেহারে বিজেপি প্রতিশ্রুতি দিয়েছে ক্ষমতায় এলে রাজ্যে সিএএ হবেই।
Their (Congress) 5 guarantees (for Assam) speak of CAA. I can't understand who are the people who make these guarantees & how limited is their knowledge. Can a state law overrule a law passed by Parliament? They're misleading people. It's a display of mental bankruptcy: BJP chief pic.twitter.com/5HNdiw0oUb
— ANI (@ANI) April 3, 2021
আরও পড়ুনঃ দ্বিতীয় দফায় ভোটের পর বিজেপি বিধায়কের গাড়ি করে ইভিএম নিয়ে যাওয়ার ভিডিও ভাইরাল
এমনকি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন বিজেপি ক্ষমতায় এলে প্রথম ক্যাবিনেট মিটিং এই কার্যকর হবে সিএএ। তাহলে একই যুক্তিতে কিভাবে কেন্দ্রের আইন নিয়ে রাজ্য বিধানসভা নির্বাচনে প্রতিশ্রুতি দিল তারা!
রাজনৈতিক মহল মনে করছে, সিএএ বিজেপির সেই ‘কুমিরছানা’ যাকে যখন যেখানে যেভাবে ব্যবহার করলে নিজেদের সুবিধা হয় ঠিক সেটাই করছে তারা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584