“কম করে শ্বাস নিতে হবে?” গোয়েলের মন্তব্য ঘিরে প্রশ্ন নেট দুনিয়ায়

0
93

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

দেশজুড়ে করোনার দ্বিতীয় ঢেউয়ে দিনে দিনে পরিস্থিতি ভয়াবহ হচ্ছে আর টিকা থেকে শুরু করে ওষুধপত্র সবকিছু কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণে। এ নিয়ে সমস্যায় পড়ছে রাজ্যগুলি। একই জিনিস দেখা যাচ্ছে করোনার চিকিৎসায় সবথেকে জরুরি উপাদান অক্সিজেনের ক্ষেত্রেও।

piyush goyal | newsfront.co
পীযূষ গোয়েল। ফাইল চিত্র

ঘাটতি হচ্ছে অক্সিজেনের জোগানেও কিন্তু কোন সমস্যা হলেই দায় চাপান হচ্ছে রাজ্যগুলোর ওপর। প্রতিদিন দেশজুড়ে সংক্রমণ লক্ষাধিক, স্বাভাবিক ভাবেই চাহিদা বাড়ছে অক্সিজেনেরও। কিন্তু যোগানে ঘাটতি। এই পরিস্থিতিতে রাজ্যগুলিকে কেন্দ্রীয় মন্ত্রী পীযুষ গোয়েলের পরামর্শ অক্সিজেন ব্যবহার নিয়ন্ত্রণে রাখতে হবে, রাখতে হবে নজরদারিও। কেন্দ্রীয় মন্ত্রীর এই মন্তব্য ঘিরে সমালোচনার ঝড় উঠেছে নেট মাধ্যমে।

আরও পড়ুনঃ পাঁচ শহরে লকডাউন জারির নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রীম কোর্টে যোগী সরকার

সকলেরই প্রশ্ন কার শরীরে কতটা অক্সিজেন প্রয়োজন সেটাও কি এবার মন্ত্রীই ঠিক করে দেবেন?মন্ত্রীকে কটাক্ষ করে কেউ লিখেছেন, ‘কম করে শ্বাস নিন সকলে।’কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং কেন্দ্রীয় মন্ত্রীর মন্তব্যের পরিপ্রেক্ষিতে বলেন, “হাউ স্টুপিড পীযূষজি! মানুষের শরীরে অক্সিজেনের চাহিদা নির্ভর করে ব্যক্তির প্রয়োজনের ওপর, তা কিভাবে নিয়ন্ত্রণ করবেন কেউ? চিকিৎসকেরা প্রথম থেকে বলেছেন কোভিড রোগীদের চিকিৎসার অন্যতম প্রধান উপাদান অক্সিজেন। কেন্দ্রীয় সরকার এরকম জরুরি পরিস্থিতি মোকাবিলার কোনও পরিকল্পনাই করে উঠতে পারেনি।”

কংগ্রেস নেতা মণিশ তিওয়ারির মন্তব্য পীযূষ গোয়েল তাঁর দায় এড়াচ্ছেন। দেশে হাজার হাজার মানুষ মারা যাচ্ছেন, আর সেই সময় একজন কেন্দ্রীয় মন্ত্রী এরকম বোকার মত কথা বলছেন, এটা ভাবা যায়!
এসব বিরোধী মন্তব্য দেখে আরো কিছু তথ্য বিহীন মন্তব্য নিয়ে ড্যামেজ কন্ট্রোলে নামেন পীযুষ গোয়েল নিজেই। তিনি বলেন, “রোগীদের ততটুকুই অক্সিজেন দিতে হবে, যতটা তাঁদের দরকার। কিছু জায়গা থেকে অপচয়ের খবর আসছে। কিছু ক্ষেত্রে দরকার না-থাকা সত্ত্বেও অক্সিজেন দেওয়ার খবর আসছে।”

আরও পড়ুনঃ কেন্দ্রের কোভিড টিকা বন্টন নিয়ে গুরুতর অভিযোগ রাহুল গান্ধীর

এসব ভিত্তিহীন বক্তব্যে কিছুই সামলাতে পারেননি তিনি, উল্টে নেটিজেনদের বিদ্রুপের মুখে পড়েছেন আরো বেশি করে।এক জন মন্তব্য করেন , “আমরা এমন এক সময়ে রয়েছি, যখন বিদ্রুপের মৃত্যু হয়েছে। বাস্তবই বিদ্রুপের জায়গাটা দখল করে নিয়েছে।”আরেক নেটিজ়েন আরো সোচ্চারে সোজাসুজি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পদত্যাগ দাবি করেছেন। তিনি লেখেন,“চাহিদা নিয়ন্ত্রণের অর্থ মানুষকে তার প্রয়োজনের সময় অক্সিজেন না-দেওয়া।” হ্যাশট্যাগ, ‘রিজ়াইনমোদী’।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here