আরামবাগে নয়ানজুলিতে পড়ে ভয়াবহ বাসদুর্ঘটনায় নিহত দুই আহত পঞ্চাশ

0
202

নিজস্ব সংবাদদাতা,হুগলিঃ

হুগলি জেলার আরামবাগ থানার জয়রামপুরে এক ভয়াবহ বাস দুর্ঘটনায় এক শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে l ঘটনাটি ঘটেছে আজ সকাল নয়টা কুড়ি মিনিট নাগাদ l স্থানীয় সূত্রে জানা গেছে,একটি যাত্রীবাহী বাস দ্রুত গতিতে তারকেশ্বর থেকে বন্দর যাচ্ছিল l বাসটির নাম রানার পথে জয়রামপুরের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে নয়নজুলিতে পাল্টি খায় l সঙ্গে সঙ্গে স্থানীয়রা উদ্ধার কাজ শুরু করে l

নিজস্ব চিত্র

পরে খবর পেয়ে আরামবাগ থানার পুলিশ ও দমকল ঘটনাস্থলে যায় এবং আহতদের উদ্ধার করে আরামবাগ মহকুমা হাসপাতালে নিয়ে আসে।শেষ খবর পাওয়া পর্যন্ত , দুইজন নিহত ও আহত প্রায় পঞ্চাশ l মৃতদের মধ্যে একজন শিশুও আছে l তার নাম রাকেশ প্রমাণিক (৫),বাড়ি পুরশুরা থানার কুলবাতপুরে l শিশুটির মা এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে।আর এক জন মহিলা মারা গেছেন।নাম জানা যায় নি এখনও পর্যন্ত। বয়স আনুমানিক ৩৫ বছর।

নিজস্ব চিত্র

আহতদের মধ্যে সতেরোজন পুরুষ ও আঠারো জন মহিলা মারত্মক ভাবে জখম অবস্থায় হাসপাতালে ভর্তি আছে।পনেরো জন বাস যাত্রীকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে l আহতদের মধ্যে এখনও পর্যন্ত যাদের নাম জানা গেছে তারা হলেন – অস্তি দাস বাড়ি তারকেশ্বর , অলোকা ক্ষেত্রপাল বাড়ি তারকেশ্বর , আকসুরা বেগম বাড়ি পুরশুড়া , ফিরোজা খাতুন বাড়ি আরামবাগ, রওশনারা বেগম বাড়ি পূর্ব কেশবপুর , মৌসুমী ঘোড়ুই বাড়ি হরাদিত্য , ফিরোজা বেগম, টগরী বাগ, সেখ মসিয়ার রহমান, প্রতিমা পোল্লে, মায়া দাস, সোমা সামন্ত, আসপিয়া খাতুন, রৌশনারা বেগম, সত্য খাঁড়া, পদ্মা খাঁড়া l

নিজস্ব চিত্র

ঘটনাস্থলে পুলিশ দেরীতে পৌঁছেছে এই অভিযোগ তুলে স্থানীয়রা বিক্ষোভ দেখাতে শুরু করে l খবর পেয়ে আরামবাগ মহকুমা পুলিশ আধিকারিক ঘটনাস্থলে যায় ও স্থানীয় মানুষদের সাথে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে l

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here