হরষিত সিংহ,মালদহঃ
ধারালো অস্ত্র ও ছিনতায়ের টাকা সমেত দুই ছিনতাইকারীরে গ্রেফতার করল পুলিশ। রবিবার গভীর রাতে কালিয়াচক থানার পাগলা ব্রিজ সংলগ্ন এলাকা থেকে ধৃতদের গ্রেফতার করা হয়। সোমবার ধৃত দুই জনকে মালদা জেলা আদালতে পেশ করে কালিয়াচক থানার পুলিশ।
কালিয়াচক থানার পাগলা ব্রিজ সংলগ্ন ৩৪ নম্বর জাতীয় সড়কের উপর রাতের অন্ধকারে লরি চালকদের আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র দেখিয়ে টাকা পয়সা ছিনতাই করছে দুষ্কৃতিরা। এমনি অভিযোগ কালিয়াচক থানায় করেন চালকেরা।
পুলিশের উদ্যোগে ওই এলাকায় শুরু হয় জোর টহলদারি। মাঝেমধ্যেই পুলিশের জালে ধরা পড়ছে ছিনতাইকারীরা। রবিবার গভীর রাতে ছিনতাই করার সময় একজনকে হাতে নাতে ধরে ফেলে পুলিশ। তার কাছ থেকে উদ্ধার হয়েছে ছিনতাই করা নগদ ১৭৭০ টাকা। অপরদিকে এদিনই ওই এলাকা থেকে ধারালো অস্ত্রসমেত আরো এক জনকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতরা হল সালমান শেখ। বাড়ী কালিয়াচক থানার খারিয়াল এলাকায়। এর কাছ থেকে উদ্ধার হয়েছে ছিনতাই করা টাকা। অপর জন এব্রাকুল্লা শেখ। বাড়ী সুলতানগঞ্জ এলাকায়। উদ্ধার হয়েছে একটি ধারালো অস্ত্র। সোমবার ধৃত দুই জনকে মালদা জেলা আদালতে পেশ করে কালিয়াচক থানার পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584