সুদীপ কুমার খাঁড়া, পশ্চিম মেদিনীপুর:-
ভবিষ্যৎ ভোটার তথা ছাত্র ছাত্রীদের মধ্যে নির্বাচন প্রক্রিয়া ও নির্বাচন কমিশন বিষয়ে আগ্রহ গড়ে তুলতে নির্বাচন কমিশন ও প্রশাসনিক উদ্যোগে সারাদেশে নবম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্র ছাত্রীদের মধ্যে নির্বাচন কমিশন বিষয়ক কুইজ অনুষ্ঠিত হচ্ছে।
প্রথমে স্কুলে, পরে ব্লক স্তরে, তারপর জেলা ,রাজ্য এবং শেষে জাতীয় স্তরে প্রতিযোগিতা হচ্ছে। পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের উদ্যোগে এ জেলার জেলা স্তরের কুইজ অনুষ্ঠিত হলো মঙ্গলবার।
জেলা শাসক দপ্তরের সভাকক্ষে আয়োজিত এই কুইজে জেলার বিভিন্ন ব্লকের চ্যাম্পিয়ান দল গুলি অংশ নেয়। চ্যাম্পিয়ান হয় নারায়নগড় ব্লকের গৈতা হাইস্কুলের সায়ন ঘোষ ও লিপিকা দাশ। রানার্স হয় ব্রাহ্মজারুল রাখালচন্দ্র হাইস্কুলের শ্রেয়ম পালুই ও শুভজিৎ খান।
অংশগ্রহণকারী সকল টীমের ছাত্র ছাত্রীদের মানপত্র ও স্মারক প্রদান করা হয় জেলা প্রশাসনের পক্ষ থেকে। সবার হাতে মানপত্র ও স্মারক তুলে দেন জেলা শাসক জগদীশ প্রসাদ মীনা। উপস্থিত ছিলেন মনোমোহন ভট্টাচার্য সহ জেলা প্রশাসনের অন্যান্য কর্তা ব্যক্তিরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584