নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
খুব জটিল এক সময়ের মধ্য দিয়ে আমরা দিনপাত করছি আজ। দরকার পজিটিভ এনার্জি। দরকার একটু ভাল থাকার চেষ্টা। আর মানুষকে ভাল রাখার অন্যতম রসদ হল গান। সেই কথা মাথায় রেখে ডিজিটাল প্ল্যাটফর্মে আসছে বহু সিঙ্গল কিংবা কোরাস।
সম্প্রতি আশা অডিও থেকে হাজির হয়েছে প্রখ্যাত সঙ্গীত শিল্পী অমিত কুমারের কণ্ঠে ‘রাত আসে’ নামের একটি সিঙ্গল। গান লিখেছেন শ্রীরাজ মিত্র। সুর দিয়েছেন রকেট মণ্ডল।
অমিত কুমার জানান – “রাত আসে গানটি আপনাদের কাছে আশার আলোক রশ্মি এনে দেবে। যখন আমরা সবাই বেঁচে থাকার জন্য ভাইরাস নামক শত্রুর বিরুদ্ধে লড়াই করছি তখন শ্রীরাজ মিত্রের অর্থপূর্ণ গানের কথা এই মহামারী পরিস্থিতিতে আশার কথা বলেছে। আমাদের সকলকে এই মুহূর্তে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যাওয়া দরকার। ভাল দিন খুব বেশি দূরে নয়। রকেট আমার জন্য প্রচুর গান রচনা করেছেন এবং আমরা চার দশকেরও বেশি সময় ধরে একসঙ্গে বহু কাজ করছি। আমি আমার মুম্বইয়ের বাড়ি গৌরী কুঞ্জে গানটি রেকর্ড করেছি।”
সুরকার রকেট মণ্ডল জানান- “সঙ্গীত শিল্পী এবং সুরকারদের বেশ অনিশ্চয়তার মধ্যেই দিন কাটছে। কোথাও অনুষ্ঠান নেই, রেকর্ডিং নেই, আগামী দিনে কী হবে আমরা কেউ জানি না। ‘রাত আসে’ গানটি মানুষের ভাল লাগবে বলে আশাবাদী আমি। গান লিখেছেন শ্রীরাজ। গানটিকে আরও বেশি মধুর করে তুলতে হাত রয়েছে অমিত কুমারেরও।”
আরও পড়ুনঃ শুরু হল দাদাগিরির শুটিং
শ্রীরাজ মিত্র জানান- “এই গানে ১১ জন বন্ধুর হাত আছে। সুতরাং এটা বন্ধুদলের উদ্যোগ বললেও ভুল বলা হয় না। শ্রোতা আমাদের গান ভালোবাসবেন সেই ব্যাপারে আমরা আশাবাদী।”
অমিত কুমারের সঙ্গে কাজ করতে পেরে বেশ আপ্লুত আশা অডিওর তরফের অপেক্ষা লাহিড়ী। সঙ্গীতায়োজনে রকেট মণ্ডল। ভাবনা এবং গানের কথা লিখেছেন শ্রীরাজ মিত্র। মিক্সিং অ্যান্ড মাস্টারিং-এ সুদীপ সাঁতরা। অমিত কুমারের সঙ্গে ব্যাকগ্রাউন্ডে কণ্ঠ দিয়েছেন রকেট মণ্ডল। ভিডিও ডিজাইন করেছেন তমাল দুয়ারি। প্রযোজনায় শ্রীরাজ মিত্র। ‘আশা অডিও’র ডিজিটাল প্ল্যাটফর্মে এসেছে ‘রাত আসে’।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584