পিয়া গুপ্তা,উত্তর দিনাজপুরঃ
একটানা বৃষ্টির জেরে ফুলেফেঁপে উঠেছে উত্তর দিনাজপুর জেলার একাধিক নদী।চোপড়া, চাকুলিয়া, ডালখোলার একাধিক এলাকাতেও জল ঢুকতে শুরু করেছে বলে জানা গেছে।নদী ভাঙনে তীব্র আতঙ্কিত নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা।
মুখ্যমন্ত্রীর নির্দেশে প্লাবিত এলাকা পরিদর্শনে এসেছেন গ্রাম পঞ্চায়েত মন্ত্রী গোলাম রব্বানী সহ অন্যান্য অধিকারিকরা।
জানা গেছে,চোপড়া ব্লকের ঘিরনিগাঁও গ্রাম পঞ্চায়েতের ঘিরনিগাঁও,গোয়ালগছ, চান্দাপাড়া,লথাগছ সহ বাংলাদেশ সীমান্তবর্তী বহু গ্রামে জল আটকে রয়েছে। একটানা লাগাতার বর্ষণে এলাকা যে শুধু জলমগ্ন হয়েছে তাইই নয় বরং ভাঙছে পাড়, ভাঙছে বাঁধ। এইভাবে ভাঙন চলতে থাকলে ধারাবাহিকভাবে একের পর এক গ্রাম নিশ্চিহ্ন হয়ে যেতে পারে বলে আশঙ্কা গ্রামবাসীদের।
গ্রামবাসীদের দাবী,অবিলম্বে সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের হফতিয়াগছ গ্রাম পঞ্চায়েতের চিতলঘাটা সহ বেশ কয়েকটি গ্রাম কয়েক মুহূর্তের মধ্যেই নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে। এই ব্যাপারে পঞ্চায়েত মন্ত্রী গোলাম রব্বানী বলেন আমরা চেষ্টা করছি যেসব জলে রয়েছে তাদের ক্যাম্পে খাবার বিতরণ করার কাজ যাতে ঠিক মতো হয়।
আরও পড়ুনঃ উত্তরের ভারী বর্ষণে জেলায় বন্যার আতঙ্ক
বিহারের জল ঢুকে মূলত এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে।উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের পাশাপাশি বিহার প্রশাসনের সাথে কথা বলে কালভার্ট তৈরি করার বিষয়টি দিকে নজর দিচ্ছি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584