‘রিমলি’তে কবি প্রণাম

0
510

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

রিমলি আজ উদয়ের স্ত্রী। রিমলিকে লেখাপড়া শিখিয়ে তাকে শিক্ষিত সমাজের উপযুক্ত করে তুলতে চায় উদয়। চলছে তারই অনুশীলন। এর মাঝেই হাজির বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, ২৫ শে বৈশাখ।

actress rimli | newsfront.co

celebrate | newsfront.co

এই দিন সকলকে চমকে দেবে রিমলি। নাচে, গানে উদয়ের ছেলেবেলাকে ফিরিয়ে দেবে সে। কেমন হবে রবীন্দ্র জয়ন্তীর সেই আয়োজন? জানা যাবে ১৪ এবং ১৫ মে’র পর্বদুটিতে।

pay tribute to kabiguru | newsfront.co

uday and rimli | newsfront.co

প্রসঙ্গত, বাংলা টেলিভিশনে যে কোনও উৎসব অনুষ্ঠান পালন এক রীতি রেওয়াজের মতো। দুর্গাপুজো থেকে শুরু করে দোল, লক্ষ্মী পুজো, স্বাধীনতা দিবস পালন সবই চলে রীতিমতো দিন ক্ষণ মেনে৷ তবে, তা টেলিকাস্ট হয় নির্দিষ্ট দিনটির কয়েকদিন বাদে।

আরও পড়ুনঃ মা হলেন সোনালী

তা হলে দর্শক আরও একবার ওই উৎসবের আমেজটা ফিরে পায়। এবারও ঘটছে তেমনটাই। রিমলিতে রবীন্দ্র জয়ন্তী পালন দেখবে দর্শক।চোখ রাখুন জি বাংলায় সন্ধে ৬ টায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here