নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুরঃ
মেদিনীপুর শহরের গুহ-রায় ভবনে সম্প্রতি অনুষ্ঠিত হলো পশ্চিম মেদিনীপুরের স্বনামধন্য আবৃত্তি প্রশিক্ষণ সংস্থা আবৃত্তি কলাকেন্দ্রের কবি প্রণাম অনুষ্ঠান। অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানান সংস্থার অধ্যক্ষা মোম চক্রবর্তী।এদিনের অনুষ্ঠানে সংস্থার ছাত্র- ছাত্রীদের দ্বারা পরিবেশিত হয় একক আবৃত্তি, সমবেত আবৃত্তি, আলেখ্য, সংগীত ও নৃত্য।আমন্ত্রিত শিল্পীদের মধ্যে সংগীত পরিবেশন করেন আলোকবরণ মাইতি, রথীন দাস, সুমেধা ব্যানার্জী, দ্বৈপায়ন ঘোষাল ,অর্ঘ্য বসু প্রমুখ।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি সিদ্ধার্থ সাঁতরা,ছড়াকার বিদ্যুৎ পাল, রবীন্দ্র স্মৃতি সমিতির সাধারণ সম্পাদক লক্ষ্মণ ওঝা, জেলা পরিকল্পনা আধিকারিক কুনাল ব্যানার্জী, সময় বাংলার কর্নধার জয়ন্ত মন্ডল, নৃত্যশিল্পী রাজনারায়ণ দত্ত,শ্রাবনী দত্ত, নবনীতা বোস, সমাজকর্মী শিক্ষক সুদীপ কুমার খাঁড়া, মণিকাঞ্চন রায়, নরসিংহ দাস,শিক্ষিকা সোমা সেনগুপ্ত, কবি অভিনন্দন মুখোপাধ্যায় , বাচিক শিল্পী কৌস্তভ বন্দ্যোপাধ্যায়, অনিন্দিতা শাসমল, শুভদীপ বসু, শাশ্বতী রায় চৌধুরী প্রমুখ। মঞ্চসজ্জায় ছিলেন নাট্যকার জয়ন্ত চক্রবর্তী। সমগ্ৰ অনুষ্ঠান পরিকল্পনা ও সঞ্চালনায় ছিলেন সংস্থার অধ্যক্ষা মোম চক্রবর্তী
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584