নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
কচিকাঁচাদের কলকাকলিতে মুখরিত হলো রেনেসাঁস ক্লাবের মাঠ।যথাযোগ্য মর্যাদায় পালিত হলো রবীন্দ্র জয়ন্তী।মেদিনীপুর শহরের অশোকনগর রেনেসাঁস ক্লাবের শিশু ও কিশোর কল্যাণ কেন্দ্রের উদ্যোগে অনুষ্ঠিত হলো রবীন্দ্র জয়ন্তী উৎসব।
আরও পড়ুনঃ ইসলামপুরের সরস্বতী শিশু মন্দিরে রবীন্দ্র জয়ন্তী উৎসব পালন
রেনসাঁস ক্লাবের মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেদিনীপুর কলেজের ইতিহাস বিভাগের অধ্যাপক সত্যরঞ্জন ঘোষ,প্রশিক্ষক সাহিত্যিক বিদ্যুৎ পাল,ক্লাবের সম্পাদক সুব্রত রায়,সভাপতি প্রণব কুমার দুবে,শিশুকল্যান বিভাগের সম্পাদক শক্তিপদ গোল,সাংস্কৃতিক সম্পাদক শুভঙ্কর আচার্য,শিক্ষক সুদীপ কুমার খাঁড়া সহ অন্যান্য বিশিষ্ট জনেরা।
অনুষ্ঠানের শুরুতে কবিগুরুর প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। আবৃত্তি, নৃত্য, সঙ্গীত, আলোচনায় মধ্য দিয়ে কবিকে শ্রদ্ধা জানালেন কচিকাঁচারা ও বিশিষ্ট জনেরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584