মনিরুল হক,কোচবিহারঃ
ভোটের দিন যত এগোচ্ছে প্রচারের পারদ ততই বাড়চ্ছে।রবিবার সপ্তাহের ছুটির দিন। এইদিনেও প্রচারের কোন খামতি ছিল না রাজ্যের শাসক দলের।এদিন কোচবিহার ১ নং তপশিলি লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী পরেশ চন্দ্র অধিকারীর সমর্থনে দিনহাটা ২ নং ব্লকের নয়ারহাট ও বামনহাট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সাবেক করলা,বাকালিরকুঠি, পয়াতুরকুঠি ছিটের বিভিন্ন এলাকায় নির্বাচনী কর্মীসভা সংগঠিত করে তৃণমূল।এদিন সেখানে ছিলেন কোচবিহার লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী পরেশ চন্দ্র অধিকারী, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ, দিনহাটা বিধানসভার বিধায়ক উদয়ন গুহ,কোচবিহার জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ মীর হুমায়ুন কবির,নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের প্রধান মমতাজ বেগম সহ আরও অনেকে।
এদিন সাবেক ছিট এলাকায় বক্তব্য রাখতে গিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ বলেন,’মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টাতে ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় সম্ভব হয়েছে। বাংলাদেশের অভ্যন্তরে থাকা ৫১ টি ছিট ভারত ভূখণ্ডে অন্তর্ভুক্ত হয়।এর মধ্যে সাবেক করলা, বাকালিরকুঠি,পয়াতুরকুঠি এলাকায় প্রচার করি।’
তিনি আরও বলেন,’বাংলাদেশের সাবেক ছিটমহলের বাসিন্দারা আজ ভারত ভূখণ্ডের নাগরিক।তাদের জন্য রাজ্য সরকার বিশেষ উন্নয়ন প্যাকেজ ঘোষণা করেছিল।মানুষের নুন্যতম চাহিদার যা কিছু প্রয়োজন,তা নব্য ভারতীয়দের জন্য দেওয়া হয়েছে,শিক্ষার জন্য বিভিন্ন এলাকায় প্রাথমিক বিদ্যালয় নির্মাণ করা হয়েছে।যাতে এলাকার শিশু কিশোরেরা শিক্ষার সুযোগ পায়।সেই দিকে নজর রেখে বিদ্যালয় গুলি তৈরি করা হয়েছে।এই সার্বিক উন্নয়ন গুলি দেখে তাঁরা যেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের পাশে থাকেন,এই আহব্বান করেন তিনি।
প্রসঙ্গত, ২০১৫ সালের ১ আগস্ট রাত ১২ টা ১ মিনিটে বাংলাদেশের ভেতরের ১১১টি ও ভারতের ভিতরে থাকা ৫১টি ছিটমহল উভয় দেশের মধ্যে বিনিময় হয়। ছিট বিনিময়ের এ দিনটিকে স্মরনীয় করে রাখতে সেদিন রাতভর চলে আলোর মিছিল ও আনন্দ উল্লাস। তাদের এই বাঁধ ভাঙা উল্লাসের সঙ্গে একত্রিত হয়ে সংহতি প্রকাশ করে দুই দেশের বিভিন্ন পেশার মানুষ।ভারতের অভ্যন্তরে থাকা ৫১ টি ছিটমহলের অবস্থান কোচবিহার জেলায় ৪৭ টি এবং জলপাইগুড়ি জেলায় ৪ টি।লোকসংখ্যা ১৪ হাজার ২১১ জন।
আরও পড়ুনঃ পুজো দিয়ে প্রচার শুরু আলিপুরদুয়ারের বিজেপি প্রার্থী জনের
ছিটমহল বিনিময়ের ফলে বাংলাদেশ পায় ১৭ হাজার ২৫৮ একর এবং ভারত পায় ৭ হাজার ১১০ একর জমি।এরপর থেকে ছিটবাসীর জীবনমান উন্নয়নে রাস্তা, বিদ্যুৎ,স্বাস্থ্য,শিক্ষাসহ সরকারের নেওয়া নানা কর্মসূচির বাস্তবায়ন শুরু হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584