নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
হৃদয়গ্রাহী নৃত্যানুষ্ঠানের মধ্য দিয়ে স্মরণ করা হলো দুই কবিকে।”দুই বাংলাকে এক করে দাও রবীন্দ্র-নজরুলে” এই ভাবনায় অনুষ্ঠিত হলো কবি প্রণাম। মেদিনীপুরের সুপ্রতিষ্ঠিত নৃত্য শিক্ষা প্রতিষ্ঠান রূপকম্ ডান্স একাডেমীর উদ্যোগে অনুষ্ঠিত হলো মনোজ্ঞ রবীন্দ্র-নজরুল সন্ধ্যা।
বিদ্যাসাগর স্মৃতি মন্দিরে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী জয়ন্ত সাহা,বাচিক শিল্পী অমিয় পাল,বাচিক শিল্পী মালবিকা পাল, সঙ্গীত শিল্পী হায়দার আলি, কবি নির্মাল্য মুখোপাধ্যায়, প্রাক্তন জাতীয় ও ইস্টবেঙ্গল দলের ফুটবলার অমিয় ভট্টাচার্য, নৃত্য শিল্পী সুতনুকা পাল, নৃত্যশিল্পী ঈশিতা চট্টোপাধ্যায়, সাংস্কৃতিক ব্যক্তিত্ব লক্ষণ ওঝা, চিত্র শিল্পী প্রদীপ কুমার বসু সহ অন্যান্য বিশিষ্ট জনেরা।অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানান অধ্যক্ষা ত্রিপর্ণা ভট্টাচার্য্য। অনুষ্ঠানে অধ্যক্ষা ত্রিপর্ণা ভট্টাচার্য্য সহ সংস্থার ৭০ জন শিক্ষার্থী মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপনা করে। কচিকাঁচা থেকে শুরু করে বড়োদের উপস্থাপনা ছিল মনোমুগ্ধকর।ত্রিপর্ণা ভট্টাচার্যের তত্বাবধানে অভিভাবিকারাও নৃত্যানুষ্ঠানে অংশ নেন।
এদিনের অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল নৃত্যনাট্য “পঁচিশে বৈশাখ” এবং নজরুল ইসলামের “বিদ্রোহী” কবিতা অবলম্বনে ত্রিপর্ণা ভট্টাচার্যের একক নৃত্যানুষ্ঠান।এছাড়ও “রবি ঠাকুর কোথায় থাকে প্রশ্ন করি মা কে”,
“তোমার ছবি নীল আকাশে”,
“আলোকরই ঝর্ণাধারায়”, “খেলিছে জলদেবী”,”কারার ঐ লৌহ কপাট”,”কার মঞ্জির রিনিঝিনি”,”আজও কাঁদে কাননে কোয়েলিয়া”,”মহারাজ একি সাজে “,”আমের মঞ্জরী”,
“ফুলে ফুলে ঢলে ঢলে”,”ঝুম ঝুম ঝুমরা নাচ নেচে কে এল রে”,”সৃজন ছন্দে, আনন্দে, নাচ নটরাজ হে”, মতো উপস্থপনা গুলিও দর্শকদের মন জয় করে নেয়।
আরও পড়ুনঃ জেলা হিসাবে আত্মপ্রকাশের পঞ্চমবর্ষ উদযাপন আলিপুরদুয়ারে
পাশাপাশি এদিন সংস্থার কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়।সমগ্র অনুষ্ঠানটি সুচারুভাবে সঞ্চালনা করেন মেদিনীপুরের স্বনামধন্য বাচিক শিল্পী বৃষ্টি মুখোপাধ্যায়। অনুষ্ঠান সুষ্ঠু ভাবে সম্পন্ন হওয়ায় সবাইকে ধন্যবাদ জানান রূপকমের কর্ণাধার ত্রিপর্ণা ভট্টাচার্য।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584