নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
মেদিনীপুরের কুইজ কেন্দ্রিক সংস্থা ফুটোস্কোপের উদ্যোগে অনুষ্ঠিত হল কবিপ্রণাম।
‘আয় তোর মুণ্ডুটা দেখি,আয় দেখি ‘ফুটোস্কোপ’ দিয়ে,
দেখি কত ভেজালের মেকি আছে তোর মগজের ঘিয়ে।’
-সুকুমার রায়ের আবোল তাবলের এই লাইনকে তাদের পাথেয় করে,সমাজের মানুষের মধ্যে জ্ঞানের পরখ করে এবং জ্ঞানের প্রসার ঘটিয়ে এগিয়ে চলেছে মেদিনীপুরের অন্যতম কুইজ সংস্থা ফুটোস্কোপ।
শুধু কুইজ নয়,সংস্কৃতিক দিকেও ফুটোস্কোপ নিজেদের গর্বের সাথে মেলে ধরেছে।বাঙালীর প্রাণের ঠাকুর রবি ঠাকুর,তাঁর সঙ্গে ওতপ্রোতভাবে সংযুক্ত ও উদ্বেলিত বাঙালীর প্রেম,নান্দনিকতার এক বিরাট বড় আকাশ, স্মরণে-স্বপনে-বিরহে তার অপরিমেয় পরিধি আর অপরদিকে সেই আকাশের পার্শ্বেই স্থিত আরেক নির্লিপ্ত বিশ্ব,তাঁর বিদ্রোহের দৃপ্ত ভাষায়,সাম্যের গানে, খররৌদ্রের দাবদাহে পথিককে চলতে শিখিয়েছেন দুখু মিঞা কবি নজরুল,আজকের এই রাম-রহিমের জটিল আর্থসামাজিক ও রাজনৈতিক পরিমণ্ডলে যার বোধহয় সবথেকে বেশি প্রয়োজন৷ এই সৌম্য আর রুদ্রের মিশেল ঘটাতেই ফুটোস্কোপের উদ্যোগে কবিপুজো হলো রবীন্দ্র নিলয় কক্ষে৷
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও শিক্ষক আশীষ দাস, বিশিষ্ট শিক্ষাবিদ ও প্রাক্তন শিক্ষক চপল ভট্টাচার্য, সাউদি ভোলানাথ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক অমরকৃষ্ণ রায়, ফুটোস্কোপের প্রধান পৃষ্ঠপোষক ও মেদিনীপুর কলেজিয়েট স্কুলের শিক্ষক দীপঙ্কর ষণ্ণিগ্রাহী, বিশিষ্ট শিক্ষক শ্রী সৌম্যদীপ চক্রবর্তী ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
ফুটোস্কোপের ম্যানেজিং ডিরেক্টর অর্ণব রায় ও চিফ অপারেটিং অফিসার সায়ন বন্দ্যোপাধ্যায় সকলের ভালবাসা সাথে নিয়ে এগিয়ে চলার বার্তা দিয়েছেন।
আরও পড়ুনঃ ধোনি হোটেল সেজে উঠেছে ভারত-পাক ম্যাচ ঘিরে
নৃত্য, গীত, আবৃত্তি র লালিত্যে মুখরিত হয় আকাশবাতাস৷ স্থানীয় বিশিষ্ট শিল্পীবর্গের উপস্থিতি ও ফুটোস্কোপের নিজস্ব নৃত্য শিক্ষণ কেন্দ্র ফুটোস্কোপ ড্যান্স একাডেমীর শিল্পীরা অনুষ্ঠানে এক ভিন্ন মাত্রা আনে৷
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584