নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
সঙ্গীত পরিচালক তথা গায়ক প্রতীক কর্মকারের সঙ্গীতায়োজনে, প্রোগ্রামিং-এ এবং সাউন্ড ডিজাইনে প্রবাসী বাঙালি শিল্পী সর্বাণী রায়ের কণ্ঠে হাজির রবীন্দ্র সংগীত ‘আমার প্রাণের মানুষ’। সম্প্রতি গানটি রিলিজ করেছে প্রতীকের নিজের মিউজিক কোম্পানি ‘পি আর স্টুডিওজ’ থেকে ।
ভায়োলিন, স্ট্রিংস, পিয়ানো, গিটার, বেস গিটার, ড্রাম্স , বারুক রেকর্ডার, ইউকুলেলে বাজানো থেকে শুরু করে গানটির মিক্সিং এবং মাস্টারিং-ও প্রতীক নিজেই করেছেন। শিল্পী সর্বাণী রায় দক্ষিণীর ছাত্রী এবং তিনি আমেরিকার নিউজার্সি শহরের বাসিন্দা।
গানটি রিলিজ করেছে প্রায় সবকটি ডিজিটাল প্ল্যাটফর্মে। যেমন জিও সাভন, গানা, অ্যামাজন প্রাইম মিউজিক, আইটিউনস, স্পটিফাই-তে।গানটি জিও সাভন এবং স্পটিফাইতে উল্লেখযোগ্য সাড়া ফেলেছে।
আরও পড়ুনঃ সোনালীকে সাধ দিলেন ভাস্বর
প্রতীকের এই নিয়ে ১১৭ টি ফিল্ম ও নন-ফিল্ম গান প্রকাশিত হল।প্রসঙ্গত, প্রতীক নিজে একজন মিউজিক ডিরেক্টর হওয়ার পাশাপাশি, ‘পি.আর.স্টুডিওজ’ নামক মিউজিক কোম্পানির কর্নধারও বটে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584