গ্রামে জনসংযোগ কর্মসূচিতে মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ

0
37

মনিরুল হক,কোচবিহারঃ

শুক্রবার তৃনমূলের জনসংযোগ কর্মসূচির অঙ্গ হিসাবে কোচবিহার নাটাবাড়ি বিধানসভার অন্তর্গত চিলাখানা গ্রামে গেলেন এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ।

গ্রামে মানুষের সাথে মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ।নিজস্ব চিত্র

এদিন ওই এলাকায় কর্মীদের সাথে মতের আদান প্রাদান করেন মন্ত্রী।পাশাপাশি বিতরণ করা হয় স্টিকার,প্ল্যাকার্ড,ছাতা,গেঞ্জিও।

সাধারণ মানুষের সাথে আরো নিবিড় সম্পর্ক গড়ে তোলার জন্য এই ধরনের কর্মসূচি নেওয়া হয়েছে রাজ্য জুড়ে। এদিন দলীয় কর্মীদের সাথে নিয়ে মন্ত্রী গ্রামে গেলে তাকে ঘিরে সাধারন কর্মীরা উৎসাহে ফেটে পড়েন। তিনি তাদের কথা গুরুত্ব সহকারে শোনেন এবং মানুষের অভাব অভিযোগ গুলি শুনে সেই সমস্ত সমস্যা সমাধানের আশ্বাস দেন।

আরও পড়ুনঃ জনসংযোগের বাড়াতেই ‘দিদিকে বলো’ কর্মসূচি প্রচারে তৃণমূল

জানা গেছে, তুফানগঞ্জ মহকুমার চিলাখানায় রয়েছে ৯২৬৩ জন পরিবারের বাস, এর মধ্যে পুরুষ রয়েছে ৪৭৯১ জন এবং মহিলার সংখ্যা ৪৪৭২ জন,এর মধ্যে ভোটার সংখ্যা ৫৩৯৭ জন। গত লোকসভা নির্বাচনে এখানে তৃনমূল ভোট পেয়েছিল ২৭৬২টি,বিজেপি পেয়েছিল ২১৮৫টি।

এই কর্মসূচিতে অংশ নিয়ে মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ বলেন, “বিজেপি এই কেন্দ্রে লোকসভা নির্বাচনে জেতার পর তারা সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। কিন্তু সন্ত্রাস শেষ কথা বলে না মানুষই শেষ কথা বলে।মানুষ এলাকার শান্তি ও উন্নতি চায়। বিজেপি সেই শান্তিকে বিনষ্ট করে অশান্তি পাকানোর চেষ্টা করছে।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here