রবীন্দ্রনাথ স্থিতিশীল, কোচবিহারে কর্মীসভায় জানালেন মুখ্যমন্ত্রী

0
98

মনিরুল হক, কোচবিহারঃ

হৃদরোগে আক্রান্ত হয়ে কোলকাতায় এসএসকেএমে চিকিৎসাধীন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ ভালো আছেন। তাঁর সফল অস্ত্রোপচার হয়েছে। তিনি এখন সুস্থ রয়েছেন। কোচবিহারে এসে নেতাজী সুভাষ ইনডোর স্টেডিয়ামে দলীয় কর্মীদের নিয়ে এক সভায় যোগ দিয়ে একথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

rabindranath ghosh is stable now
ফাইল চিত্র

তিনি বলেন, “গ্রিন করিডোর করে রবিকে বিমান বন্দর থেকে এসএসকেএমে নিয়ে যাওয়া হয়েছিল। সেটার দরকার ছিল। সেখানে সফল ভাবে অস্ত্রোপচার হয়েছে। এরপর রবির সাথে অরূপ বিশ্বাসের কথাও হয়েছে। সে এখন ভালো আছে।”

গত শুক্রবার গভীর রাতে হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। এরপরই তাকে ভর্তি করা হয় কোচবিহার মদনমোহন বাড়ি সংলগ্ন একটি নার্সিংহোমে। রবিবার তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে কোলকাতায় এসএসকেএমে নিয়ে যাওয়া হয়। আজই সেখানে তাঁর অস্ত্রোপচার করা হয়। আর এদিনই কোচবিহারে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর সুস্থ হয়ে ওঠার কথা জানান।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here