মনিরুল হক, কোচবিহারঃ
২১ শের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে এগোচ্ছে রাজ্যের শাসকদল। তারই ফলস্বরূপ বৃহস্পতিবার তৃণমূল সুপ্রিমোর নির্দেশে একটি বৈঠক করা হয় বলে জানা গিয়েছে। সেখানে উত্তর থেকে দক্ষিণ প্রত্যেকটি জেলার দায়িত্বে থাকা প্রতিনিধিদের পরিবর্তন করা হয়।
এদিন সেই বৈঠকে রাজ্য তৃণমূল কংগ্ৰেসের সহ সভাপতি পদে নির্বাচিত হলেন নাটাবাড়ি বিধানসভার বিধায়ক তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। এদিন প্রতিটি জেলার নেতৃত্বের সাথে ভার্চুয়াল মিটিংয়ের পর আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা করা হয়।
রাজ্যের এই মিটিং সূত্রে জানা গিয়েছে, নাটাবাড়ি বিধানসভার বিধায়ক তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষকে রাজ্যের তৃণমূল কংগ্ৰেসের সহ সভাপতি করা হয়েছে। তার সাথে কোচবিহার জেলা কমিটিতেও অনেক পরিবর্তন করা হয় তৃণমূলের।
আরও পড়ুনঃ দক্ষিণ দিনাজপুরে তৃণমূলের নয়া জেলা সভাপতি গৌতম দাস
এদিন এই জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি পদ থেকে বিনয়কৃষ্ণ বর্মনকে সরিয়ে দিয়ে সেই দায়িত্ব তুলে দেওয়া হয়েছে প্রাক্তন সাংসদ তথা জেলা তৃণমূল কংগ্রেসের কার্যকারী সভাপতি পার্থ প্রতিম রায়ের হাতে।
এছাড়াও ২১ শের কথা মাথায় রেখে রাজনগর কোচবিহারের তৃণমূল যুব সভাপতি বিষ্ণুব্রত বর্মনকে পদ থেকে সরিয়ে যুব সভাপতি পদে দায়িত্ব দেওয়া হল যুবনেতা অভিজিৎ দে ভৌমিককে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584