নিজস্ব সংবাদদাতা,কোচবিহারঃ
উন্নয়নের কাজকে হাতিয়ার করে নতুন ভাবে জনসংযোগ গড়ে তুলতে একদিনে একাধিক প্রকল্পের উদ্বোধন করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন কোচবিহার জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ।
আজ তিনি সকালে বাড়ি থেকে বেড়িয়েই নিজের বিধানসভা কেন্দ্র নাটাবাড়ির হরিণচওড়া এলাকায় কোচবিহার ইঞ্জিনিয়ারিং কলেজের নব নির্মিত হোস্টেলের উদ্বোধন করেন মন্ত্রী।
এরপরেই তিনি দিনহাটার দিকে রওনা হন।সেখানে তিনি ৩ টি সেতু ও ১ টি সংস্কার করা অডিটোরিয়ামের উদ্বোধন করবেন। এদিন তাঁর বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করতে যাওয়াকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করে পুলিশ।
উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী জানিয়েছেন,এর আগেই কোচবিহার ইঞ্জিনিয়ারিং কলেজে দুটি হোস্টেলের তৈরি করা হয়েছে।এদিন আরও ১ টি হোস্টেলের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন তিনি। নব নির্মিত ওই হোস্টেলটি তৈরি করতে ৭ কোটি ১ লক্ষ ২১ হাজারেরও বেশী টাকা খরচ হয়েছে।
ওই হোস্টেলে ৩০০ ছাত্র থাকতে পারবেন।থাকার ব্যবস্থা রয়েছে অভিভাবকদেরও।এছাড়াও স্বাস্থ্য পরিষেবা দেওয়া, খেলাধুলা করার মত ব্যবস্থা রয়েছে।আরও দুটি হোস্টেল করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়ে মন্ত্রী বলেন, “১ টি ছাত্রী হোস্টেল দিয়ে কলেজের মেয়েদের সমস্যা মিটে গেছে।
আরও পড়ুনঃ শিশুশ্রম রোধে ট্যাবলো উদ্বোধন
কিন্তু ছাত্রদের ক্ষেত্রে সমস্যা আরও রয়েছে। তাঁদের বাইরে বাড়ি ভাড়া নিয়ে থাকতে হচ্ছে।এই নবনির্মিত হোস্টেলে সেই সমস্যা আরও মিটবে। পুরোপুরি সমস্যা মেটাতে পরবর্তীতে আরও দুটি হোস্টেল করার পরিকল্পনা রয়েছে।”
এছাড়াও এদিন দিনহাটায় শুকারুরকুঠি গ্রাম পঞ্চায়েতের সেউটি পার্ট ২ এলাকায় নীলকমল নদীর উপড়ে একটি সেতুর উদ্বোধন করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী।ওই সেতু নির্মাণে ১ কোটি ৯৫ লক্ষ ৪৩ হাজারেরও বেশী টাকা খরচ হয়েছে।
এর পরবর্তীতে দিনহাটার নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের গোবরাছড়া এলাকার বাজারের সাথে সংযোগকারী একটি সেতু, নাজিরহাট ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ছোট গাড়ল ঝোড়া এলাকায় মশালডাঙা ক্যানেলের উপড়ে উপড়ে একটি একটি সেতুর উদ্বোধন করবেন মন্ত্রী।
একদম শেষে দিনহাটা শহরে মহারাজা নৃপেন্দ্রনারায়ন স্মৃতি সদন সংস্কার করা ভবনের উদ্বোধন করবেন তিনি।একই দিনে একের পর এক প্রকল্প উদ্বোধনের অনুষ্ঠানে স্থানীয় বাসিন্দাদের জমায়েত হয়।দিনহাটায় প্রত্যেক উদ্বোধন অনুষ্ঠানে বিধায়ক উদয়ন গুহ উপস্থিত ছিলেন।
রাজনৈতিক মহলের ধারণা রাজনৈতিক ভাবেও জনসংযোগ গড়ে তোলার লক্ষ্যেই একদিনে এত প্রকল্পের উদ্বোধন করলেন মন্ত্রী।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584